বৃহস্পতিবার , ডিসেম্বর ২৬ ২০২৪
নীড় পাতা / শিরোনাম / সিংড়ায় মুক্ত আকাশে উড়লো আরো ২৫ টি বক, ১০ টি কেল্লা ধ্বংস

সিংড়ায় মুক্ত আকাশে উড়লো আরো ২৫ টি বক, ১০ টি কেল্লা ধ্বংস

নিজস্ব প্রতিবেদক, সিংড়া:
নাটোরের সিংড়ায় পাখি শিকারী ধরতে পরিবেশ কর্মীদের অভিযান চলমান রয়েছে। রবিবার ভোরে চামারী ইউনিয়নের কালিনগর ও হোলাইগাড়ি এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় ১০ টি কেল্লা ধ্বংস এবং ৫টি শিকারী বক সহ ২৫ টি বক উদ্ধার করা হয়। পরে উপজেলা পরিষদ চত্বরে প্রশাসনের সহায়তায় বক গুলো মুক্ত আকাশে উড়ে দেয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম শফিক, উপজেলা নির্বাহী অফিসার এমএম সামিরুল ইসলাম, সিংড়া থানার ওসি তদন্ত রফিকুল ইসলাম, পিআইও আল আমিন সরকার, সিংড়া মডেল প্রেসক্লাবের সভাপতি এসএম রাজু আহমেদ, যুগ্ন সাধারণ সম্পাদক জুলহাস কায়েম, সাংগঠনিক সম্পাদক রবিন খান, কোষাধ্যক্ষ লিটন আলী, পরিবেশ কর্মী ও সাংবাদিক মাহিদুল ইসলাম মানিক, ফজলে রাব্বি, শুভ সরকার,রানা মাসুদ, পরিবেশ কর্মী শাহরিয়ার শুভ, মাহমুদুল মুন প্রমুখ।

চলনবিল পরিবেশ উন্নয়ন ও প্রকৃতি সংরক্ষণ ফোরাম এবং সিংড়া মডেল প্রেসক্লাবের সভাপতি এসএম রাজু আহমেদ বলেন, আমরা নিয়মিত অভিযান করে আসছি। পরিবেশ কর্মী এবং মিডিয়া কর্মীরা ভোর ৫ টা থেকে সকাল ৯ টা পর্যন্ত চলনবিলের বিভিন্ন বিল এলাকায় অভিযান পরিচালনা করে পাখি শিকারীদের মুচলেকা দেয়া হচ্ছে।

উপজেলা নির্বাহী অফিসার এমএম সামিরুল ইসলাম বলেন, বণ্যপ্রাণী সংরক্ষণের আওতায় আমরা পরিবেশ কর্মীদের সহায়তায় অভিযান পরিচালনা করা হচ্ছে। নিয়মিতভাবে অভিযান চলবে।

আরও দেখুন

সিংড়ায় চ্যারিটেবল সোসাইটি অব

বাংলাদেশের শীতবস্ত্র বিতরণ নিজস্ব প্রতিবেদক সিংড়া,,,,,,,,,,নাটোরের সিংড়ায় অসহায় ও হাফেজি দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণকরা হয়েছে। …