শনিবার , নভেম্বর ১৬ ২০২৪
নীড় পাতা / শিরোনাম / সিংড়ায় মডেল প্রেসক্লাবের ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী পালন

সিংড়ায় মডেল প্রেসক্লাবের ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী পালন

নিজস্ব প্রতিবেদক, সিংড়া:
নাটোরের সিংড়ায় সিংড়া মডেল প্রেসক্লাবের ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় বন্যাঢ র‌্যালী শহরের প্রধান প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠিত হয়। সিংড়া মডেল প্রেসক্লাবের সভাপতি এসএম রাজু আহমেদ এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি।

আরো বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার এমএম সামিরুল ইসলাম, সিনিয়র সহকারী পুলিশ সুপার জামিল আকতার, সহকারী কমিশনার ভ‚মি আল-ইমরান, সিংড়া থানার ওসি মিজানুর রহমান, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ও মহিলা আওয়ামী লীগের সভাপতি শামিমা হক রোজি, উপজেলা আওয়ামী যুবলীগের সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কামরুল হাসান কামরান, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন, ডিবিসি নিউজের নাটোর জেলা প্রতিনিধি পরিতোষ অধিকারী, নন্দীগ্রাম প্রেসক্লাব সভাপতি নাজমুল হুদা সরকার প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন, কলম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মইনুল হক চুনু, কলম ডিগ্রি কলেজের অধ্যক্ষ শফিকুল কবির, সমাজসেবক রবিউল করিম, সিংড়া উপজেলা আওয়ামী লীগের সদস্য মনিরুল ইসলাম মনি,আবু বক্কর সিদ্দিক, মহিষমারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল আলিম, চামারী ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক হামিদুল ইসলাম হিরো, হাতিয়ান্দহ ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম, হান্ডিয়াল প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম রনি, উপজেলা মহিলা লীগের সাধারণ সম্পাদক পারভিন আক্তার, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান আন্জুমান আরা, যুব মহিলা লীগের সভাপতি খাদিজা খাতুন, সাধারণ সম্পাদক জ্যোতি সরকার, পৌর যুব মহিলা লীগের সভাপতি সাবানা খাতুন, উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল খালেক, গোলই আফরোজ সরকারী কলেজের জিএস উম্মে আমারা সুখি, গোলই আফরোজ সরকারী কলেজ ছাত্রলীগের সভাপতি দীপ্ত কুমার, সাধারণ সম্পাদক সোহেল রানা মিতুল সহ বিভিন্ন উপজেলা থেকে আগত গণমাধ্যম কর্মীবৃন্দ ও মডেল প্রেসক্লাবের কার্যকরী সদস্যবৃন্দ। পরে ১০ পাউন্ডের কেক কাটা হয়।

উক্ত অনুষ্ঠান সঞ্চালনা করেন সিংড়া মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম ও যুগ্ন সাধারণ সম্পাদক জুলহাস কায়েম। অনুষ্ঠানের আজীবন সদস্যদের সম্মাননা এবং প্রয়াত সাংবাদিক বেলাল হোসেনের পরিবারকে আর্থিক সহযোগিতা
প্রদান করা হয়।

আরও দেখুন

চাঁপাইনবাবগঞ্জে ‘রক্তের খোঁজে আমরা’র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ ………..চাঁপাইনবাবগঞ্জে রক্তদান সামাজিক সেবামূলক সংগঠন ‘রক্তের খোঁজে আমরা’র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার …