বুধবার , ডিসেম্বর ২৫ ২০২৪
নীড় পাতা / স্বাস্থ্য / করোনা / সিংড়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান

সিংড়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান

নিজস্ব প্রতিবেদক, সিংড়াঃ

সরকারি আদেশ অমান্য করে অপ্রয়োজনে দোকান খোলা রাখা ও ঢাকা, গাজীপুর ফেরত যাত্রীবাহী ট্রাকে অভিযান পরিচালনা করে দশ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল আলম।

সোমবার দুপুরে সিংড়া বাজারে অপ্রয়োজনীয় দোকান খোলা রাখার অপরাধে জয় বাংলা মোড়ের টাইলস ব্যবসায়ী আবদুল মান্নানের দু্ই হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়াও সিংড়া উপজেলার হাতিয়ান্দহ ইউনিয়নের অভিযান পরিচালনা করে গাজীপুর ফেরত যাত্রীবাহী ট্রাক ড্রাইভার ফরিদ উদ্দিনকে দন্ডবিধি ১৮৬০ এর ২৬৯ ধারায় আট হাজারা টাকা জরিমানা আদায় করা হয় এবং যাত্রীদের বাধ্যতামূলক হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়।

একই সাথে সিংড়া বাজারের ধান, চাল ও খেজুর ব্যবসায়ীদের বিভিন্ন অনিয়মে প্রাথমিকভাবে সতর্ক করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল আলম বলেন, করোনা ভাইরাস প্রতিরোধে অপ্রয়োজনীয় দোকান বন্ধ রাখতে সকলকে বিনয়ের সাথে অনুরোধ করা হচ্ছে। এছাড়াও রমজানে ভেজাল পণ্য ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ঠেকাতে অভিযান অব্যাহত রয়েছে।

আরও দেখুন

সিংড়ায় আগ্রহ বাড়ছে বস্তায় আদা চাষের

নিজস্ব প্রতিবেদক সিংড়ায় ,,,,,,,,,,,কম খরচে বেশি আয়ের আশায় পতিত জমিতে আদা চাষ শুরু করেছেন নাটোরের …