রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / আইন-আদালত / সিংড়ায় ভোক্তা অধিকার লঙ্ঘন করায় তিনটি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

সিংড়ায় ভোক্তা অধিকার লঙ্ঘন করায় তিনটি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা


নিজস্ব প্রতিবেদক:
নাটোরের সিংড়া উপজেলার সিংড়া বাজার এলাকায় তিনটি প্রতিষ্ঠানকে নয় হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আজ ১৮ সেপ্টেম্বর শনিবার সকাল এগারোটার দিকে উপজেলার সিংড়া বাজার এলাকায় মিনহাজ ষ্টোরকে মেয়াদ উত্তীর্ণ পণ্য রাখার অপরাধে ৫১ ধারা মোতাবেক দুই হাজর টাকা ও দাউদ ষ্টোরকে মূল্য তালিকা না রাখার অপরাধে ৩৮ ধারা মোতাবেক এক হাজার টাকা ও একই এলাকায় ফিজিশিয়ান ওষুধ রাখার অপরাধে সিংড়া ফার্মেসীকে ৪৫ ধারা মোতাবেক পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।

এ সময় সহকারী পরিচালক শামসুল আলম জানান, প্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় রাখতে জেলার প্রত্যেকটি এলাকায় অভিযান চলমান রয়েছে। তারই অংশ হিসাবে আজ ১৮ সেপ্টেম্বর সিংড়া বাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সহায়তা করেন সিংড়া থানার পুলিশের একটি টিম।

জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন নাটোর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক শামসুল আলম।

আরও দেখুন

বাড়ির উঠানে ৪ কেজি ওজনের গাঁজারগাছ-গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক সিংড়া,,,,,,,,,,,,নাটোরের সিংড়া পৌরসভার বালুয়াবাসুয়া মোল্লা পাড়া এলাকায় ১০ফুট উচ্চতার একটি গাঁজার গাছ উদ্ধার …