সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / সিংড়ায় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন

সিংড়ায় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক:
নাটোরের সিংড়ায় শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির মাধ্যমে অপুষ্টিজনিত মৃত্যুঝুঁকি কমানো এবং দেহের স্বাভাবিক বৃদ্ধির সহায়ক হিসেবে ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন উদ্বোধন করা হয়েছে।

৫৪ হাজার ৫শ ৪৭ জন শিশুকে ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নিয়ে (১ জুন) শনিবার সকাল ১০টায় সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মস‚চীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন, সিংড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হা-মীম তাবাসসুম প্রভা। লাইনে দাঁড়িয়ে অভিভাবকগণ তাদের শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ান।

এ সময় উপস্থিত ছিলেন, সিংড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এএসএম আলমাস, ডা: শিবলি নমান, মেডিকেল অফিসার রোগ নিয়ন্ত্রণ, এমটিইপিআই মমতাজ খাতুন প্রম‚খ।

কর্মস‚চীর আওতায় উপজেলার মোট ২৯০টি কেন্দ্রের মাধ্যমে ৬ থেকে ১১ মাস বয়সী ৫ হাজার ৫০০ জন শিশুকে একটি করে নীল রঙ্গের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ৪৯ হাজার ৪৭জন শিশুকে লাল রঙ্গের ভিটামিন “এ” ক্যাপসুল খাওয়ানো হচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠানে অসংখ্য শিশুর মা ও অভিভাবক সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আরও দেখুন

নাটোরে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত-১ আহত-৯

নিজস্ব প্রতিবেদক ,,,,,,,,,,,,,,,,,,,,,নাটোর বগুড়া মহাসড়কের ডালসড়ক এলাকায় ৬টি ট্রাকের সংঘর্ষের ঘটনায় হোসাইন নামের এক ট্রাক …