নিজস্ব প্রতিবেদক:
শস্যভান্ডার খ্যাত চলনবিলাঞ্চলের কৃষকদের দীর্ঘ অপেক্ষার পর সোনালী স্বপ্ন পূরণ করতে নাটোরের সিংড়ায় শুরু হয়েছে বোরো ধান কাটা উৎসব।
বৃহস্পতিবার (২৫ এপ্রিল) দুপুর ২টার দিকে চলনবিলের পয়েন্ট এলাকায় আনুষ্ঠানিকভাবে ধান কর্তন অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হা-মীম তাবাসসুম প্রভা।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ খন্দকার ফরিদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এএসএম আলমাস, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ কে এম ইফতেখারুল ইসলাম, উপজেলা নির্বাচন কর্মকর্তা আনিসুর রহমান প্রমুখ।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ খন্দকার ফরিদ বলেন, এ বছর বোরো আবাদে লক্ষ্যমাত্রা ছিল ৩৬ হাজার ৬২০ হেক্টর জমি। ফলনের লক্ষ্যমাত্রা ছিল ১ লাখ ৭৬ হাজার ১২০ মেট্রিন টন, আশা করছি লক্ষ্যমাত্রা অর্জিত হবে। চলনবিলে এবার ফলন খুবই ভালো হয়েছে, বিঘাপ্রতি গড়ে ২৩ মণের উপরে ফলন হয়েছে। কোনো শ্রমিক সঙ্কট নেই। শ্রমিকের পাশাপাশি ৭২টি কম্বেইন হার্ভেস্টার সিংড়া উপজেলায় ধান কাটার কাজে ব্যবহৃত হচ্ছে।