রবিবার , নভেম্বর ২৪ ২০২৪
নীড় পাতা / শিরোনাম / সিংড়ায় বিদ্যুৎ স্পৃষ্টে মাছ চাষী নিহত

সিংড়ায় বিদ্যুৎ স্পৃষ্টে মাছ চাষী নিহত


নিজস্ব প্রতিবেদক, সিংড়া:

নাটোরের সিংড়ায় মাছ চাষের পুকুরে জলমটরে পানি সেচ দিতে গিয়ে আব্দুল মমিন(৩৫) নামের এক মাছ চাষী নিহত হয়েছে। মঙ্গলবার বিকাল সাড়ে ৫টায় উপজেলার ২নং ডাহিয়া ইউনিয়নের বিয়াশ বাবু পাড়ায় একটি মাছ চাষের পুকুরে এই ঘটনা ঘটে। নিহত মমিন গাড়াবাড়ি গ্রামের লইমুদ্দিনের ছেলে। ওই ঘটনায় একই সাথে বেলাল(৩৫) নামে আরেক মাছ চাষী আহত হয়েছে। আহত বেলাল গাড়াবাড়ি গ্রামের রমজানের ছেলে। বেলাল বর্তমান চিকিৎসাধীন রয়েছেন।

প্রত্যক্ষ দর্শী ও স্থানীয়রা জানায়, বিয়াশ বাবু পাড়ার পুকুর লিজ নিয়ে আব্দুল মমিন ও বেলাল মাছ চাষ করে আসছিল। প্রতি দিনের মত আজ মঙ্গলবার বিকালে তারা দুজন পুকুরের পানি রিফ্রেশ করার জন্য জলমটর চালু করতে যায়। এর মধ্যে হঠাৎ বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই আব্দুল মমিন মারা যান। আহত হন বেলাল। পরে তাদের উদ্ধার করা হয়। আহত বেলালকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়।

আরও দেখুন

নাটোরে স্ত্রীর সামনে স্বামীকে মারধর ভিডিও ভাইরাল

নিজস্ব প্রতিবেদক বড়াইগ্রামে,,,,,,,,,,নাটোরের বড়াইগ্রামে এক স্বামীকে তার অন্তঃসত্ত্বা স্ত্রীর সামনে মারধরের একটি ভিডিও সামাজিক মাধ্যমে …