সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / আইন-আদালত / সিংড়ায় বিএনপি প্রার্থীর হুমকির প্রতিবাদে আওয়ামী লীগের বিক্ষোভ সমাবেশ

সিংড়ায় বিএনপি প্রার্থীর হুমকির প্রতিবাদে আওয়ামী লীগের বিক্ষোভ সমাবেশ

নিজস্ব প্রতিবেদক, সিংড়া:
নাটোরের সিংড়া আসন্ন ৩০ জানুয়ারী পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে বিএনপির প্রার্থী তায়জুল ইসলামের নৌকার সমর্থক ও কর্মীদের প্রাণনাশের হুমকি দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে উপজেলা আওয়ামী লীগ।

বুধবার বিকালে পৌর শহরের ৪নং ওর্য়াডের চলনবিল গেট এলাকায় এই বিক্ষোভ সমাবেশ করেন উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন।

বক্তারা বলেন আমরা শান্তিপুর্ণ ভাবে নৌকার পক্ষে নির্বাচন করছি। ধানের শীষ নেতা কর্মী ও সমর্থকরাও যাতে শান্তিপুর্ণ ভাবে নির্বাচন করতে পারে সেই দিকেও আমরা সর্তক থাকছি কিন্তু গতকাল তারা যুবদলের ভোট প্রচারণার নামে নাটোর জেলা এবং উপজেলার প্রতিটি ইউনিয়ন থেকে বিএনপি কর্মীদের এনে সারা পৌর শহরে মিছিল করেছে, পথসভা সমাবেশ করেছে। বিএনপি প্রার্থী তায়জুল ইসলাম নৌকার পক্ষের লোকজনকে প্রাণনাশের হুমকি দিচ্ছে। আমরা এর তীব্র প্রতিবাদ করছি।

সমাবেশে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এড শেখ ওহিদুর রহমান, সহসভাপতি আব্দুল ওয়াদুদ মোল্লা, উপজেলা আওযামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও চৌগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদুল ইসলাম ভোলা, যুগ্ম সাধারণ সম্পাদক ও ইটালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ও শেরকোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লুৎফুল হাবিব রুবেল সহ ৪নং ওর্য়াড আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …