নিজস্ব প্রতিবেদক, সিংড়া:
নাটোরের সিংড়া উপজেলার আধুনিক প্রযুক্তিতে কালিকাপুর মডেলে শুরু হয়েছে বসত বাড়িতে সবজি চাষ কার্যক্রম। কালিকাপুর মডেলে করা হয়েছে ৫টি করে বেড। বেডে পর্যায়ক্রমে চাষ হচ্ছে লালশাক, পুইশাক, কলমি শাক সহ মাচায় লতানো সবজি লাউ ও করলা। আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় উপজেলার শেরকোলের হারোবাড়িয়া,হাতিয়ান্দহের গুপ্তি পাড়া,পারসাঐলের নজরপুর সহ ৪০টি গ্রামে এই কার্যক্রম শুরু করেছেন সিংড়া উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
বাড়ির প্রতি ইঞ্চি জমি ব্যবহার হচ্ছে এই কার্যক্রমে। এসব পারিবারিক কৃষিকে উদ্বুদ্ধকরতে বিনামুল্যে দেওয়া হয়েছে সবজি বীজ, সার ও বেড়া। এছাড়া কারিগরি সকল সহায়তা করছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। পারিবারিক সবজি ও পুষ্টি বাগন দেখভাল করার সুযোগ পাচ্ছেন কৃষকের পাশা পাশি কৃষাণীরাও। আধুনিক প্রযুক্তিতে বাড়ির উঠানে পরিত্যক্ত জায়গায় এই পারিবাকি কৃষিতে স্বল্প খরচে বেশি লাভের আশায় স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখছেন কৃষক ও কৃষাণী।
আরও দেখুন
পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!
নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …