বৃহস্পতিবার , এপ্রিল ২৫ ২০২৪
নীড় পাতা / শিরোনাম / সিংড়ায় বন্যা আশ্রায়ন প্রকল্পের নির্মাণকাজ শুরু

সিংড়ায় বন্যা আশ্রায়ন প্রকল্পের নির্মাণকাজ শুরু

নিজস্ব প্রতিবেদক, সিংড়াঃ
দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আওতাধীন বন্যা আশ্রায়ন প্রকল্পের নির্মাণকাজের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১১ টার দিকে ৩ কোটি ষোল লক্ষ আটান্ন হাজার টাকা ব্যয়ে বন্যা আশ্রায়ন কেন্দ্র নির্মাণ কাজের (তিন তলা বিশিষ্ট) ভিত্তি প্রস্তর স্থাপন এর শুভ উদ্বোধন করেন তথ্য প্রযুক্তি বিভাগের মাননীয় প্রতিমন্ত্রী অ্যাডভোকেট জুনায়েদ আহমেদ পলক এমপি।

উপজেলা নির্বাহী অফিসার সুশান্ত কুমার মাহাতোর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগ সভাপতি এডভোকেট ওহিদুর রহমান শেখ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিনহাজ উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও চৌগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদুল ইসলাম ভোলা, চৌগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাব হোসেন ভিন্না, চৌগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল বারীক প্রমুখ।

আরও দেখুন

বাগাতিপাড়ায় বৃষ্টির জন্য নামাজ আদায়

নিজস্ব প্রতিবেদক:নাটোরের বাগাতিপাড়ায় তীব্র তাপপ্রবাহ থেকে রক্ষা পেতে বৃষ্টির প্রার্থনায় দুটি স্থানে নামাজ আদায় করেছেন …