বৃহস্পতিবার , ডিসেম্বর ২৬ ২০২৪
নীড় পাতা / শিরোনাম / সিংড়ায় প্রাচীন কালের মূর্তি উদ্ধার

সিংড়ায় প্রাচীন কালের মূর্তি উদ্ধার


নিজস্ব প্রতিবেদক, সিংড়া:
নাটোরের সিংড়ায় রামানন্দ খাজুরা ইউনিয়নের চৌপুকুরিয়া গ্রাম থেকে প্রাচিন কালের একটি মূর্তি উদ্ধার করেছে সিংড়া উপজেলা প্রসাশন। বুধবার সকাল ১১ টায় উপজেলা সহকারী কমিশনার ভূমি রকিবুল হাসান এর নেতৃত্বে চৌপুকুরিয়া গ্রাম থেকে মূর্তি উদ্ধার করে।

সহকারী কমিশনার ভূমি রকিবুল হাসান জানান, বুধবার সকালে সংবাদ পেয়ে মূর্তি উদ্ধার করা হয়েছে। বর্তমানে তাদের হেফাজতে রয়েছে। তবে কিসের মূর্তি এ বিষয় পরীক্ষা না করে কিছু বলা যাবে না। ঊর্ধ্বতন কর্মকর্তারা বিষয়টি দেখবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম সামিরুল ইসলাম জানান, মূর্তি উদ্ধার করার পর জেলা প্রশাসক মহোদয় কে অবহিত করা হয়েছে। জেলা প্রশাসনে হস্তান্তর করা হবে। তারপর প্রত্নতাত্ত্বিক বিভাগে হস্তান্তর হবে।

আরও দেখুন

নাটোরে আন্তঃ ক্যাডার বৈষম্য নিদর্শন এর দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক,,,,,,,,,,,,বাংলাদেশ সিভিল সার্ভিসের ২৫ টি ক্যাডারের (বিসিএস প্রশাসন ক্যাডার বাদে) সমন্বয়ে গঠিত আন্তঃক্যাডার বৈষম্য …