নিজস্ব প্রতিবেদক, সিংড়া:
নাটোরের সিংড়ায় চলনবিল প্রতিবন্ধী বিদ্যালয়ে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে এ মা সমাবেশ অনুষ্ঠিত হয়। সন্তানের প্রতি মায়ের দায়িত্ব ও কর্তব্য এবং বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরা দেশ ও জাতির বোঝা নয়, সম্পদ এ গুরুত্ব বোঝাতেই এ সমাবেশ।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ আতিকুর রহমানের সভাপতিত্বে এবং বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি সোহেল আহমেদ জীবনের সঞ্চালনায় এই মা সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ কামরুল ইসলাম কামরান, শামীমা হক রোজি, উপজেলা শিক্ষা অফিসার মোঃ আলী আশরাফ, সিংড়া প্রেসক্লাবের সভাপতি মোল্লা মোঃ এমরান আলী রানা, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, ৯নং ওয়ার্ড কাউন্সিলর তরিকুল ইসলাম তপন, সমাজসেবক মোঃ আব্দুস সালাম, সহকারি শিক্ষক মোঃ আলতাব হোসেন, খাদিজা পারভীন।
বক্তারা বলেন, বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরা দেশের সূবর্ণ নাগরিক। এদের শিক্ষার অধিকার নিশ্চিত করা আমাদের নৈতিক দায়িত্ব। কামরুল ইসলাম কামরান বলেন “আমি এই স্কুলে এসে শিক্ষার পরিবেশ দেখে অবিভূত এবং আবেগআপ্লুত হয়ে পড়েছি। এই শিশুদের মা দেশের যোদ্ধা। একজন মায়ের কাছে এই ধরনের সন্তান লালন পালন করা যে কত কষ্ট সেটি সেই মায়েই জানেন”।
আরও দেখুন
গোমস্তাপুরে বাংলাদেশ জামায়েত ইসলামীর কর্মী সম্মেলন অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জে,,,,,,,,,,,,,, চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলা বোয়ালিয়া ইউনিয়নে বাংলাদেশ জামায়েত ইসলামীর কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। …