রবিবার , ডিসেম্বর ২৯ ২০২৪
নীড় পাতা / শিরোনাম / সিংড়ায় প্রতিপক্ষের হামলায় ব্যবসায়ী গুরুতর আহত

সিংড়ায় প্রতিপক্ষের হামলায় ব্যবসায়ী গুরুতর আহত

নিজস্ব প্রতিবেদক, সিংড়া:
নাটোরের সিংড়ায় কলম বাজারে দোকান বসানো কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আহত হয়েছে ব্যবসায়ী ইসলাম। মঙ্গলবার রাত সাড়ে ১০ টার দিকে তাঁর নিজ ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে তাঁর ছেলে রিফাতের সাথে বাড়ি ফেরার পথে প্রতিপক্ষ তাঁর উপর হামলা চালায়। পরে স্থানীয় লোকজন আসার আগেই হামলাকারীরা ঘটনাস্থল ত্যাগ করে। এসময় স্থানীয়রা তাঁকে উদ্ধার করে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করে।

ইসলাম জানান, আমার চাচা জাহাঙ্গীরের মার্কেট এবং দোকানের সামনে জোরপূর্বক স্থায়ী ভাবে আরেকটি দোকান বসায় প্রতিপক্ষ ইউনিয়ন যুবলীগের সভাপতি রাব্বানী ও সাধারণ সম্পাদক রানা। প্রতিবাদ করায় আমাকে হত্যার উদ্দেশ্য আঘাত করা হয়েছে।

সিংড়া থানার ওসি নুরে আলম সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করে বলেন, মৌখিকভাবে শোনার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিস্থিতি এখন শান্ত। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

আরও দেখুন

পাখি ও বন্যপ্রাণি শিকারের তথ্য দিলেই উপহার! ১১ টি শালিক অবমুক্ত, পাখি রক্ষায় লিফলেট বিতরণ 

নিজস্ব প্রতিবেদক ,,,,,,,,,,,,,,,,,,চলনবিলে পাখি শিকার রোধ ও সচেতনতা সৃষ্টির লক্ষে ব্যতিক্রম উদ্যোগ নিয়েছে পরিবেশবাদী সংগঠন …