সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / আইন-আদালত / সিংড়ায় প্রতিপক্ষের হামলায় ব্যবসায়ী আহত

সিংড়ায় প্রতিপক্ষের হামলায় ব্যবসায়ী আহত

নিজস্ব প্রতিবেদক, সিংড়া
নাটোরের সিংড়ায় প্রতিপক্ষের হামলায় শরিফ মেলামাইন এর ব্যবসায়ীক পার্টনার কাউসার সরকার (৪০) আহত হয়েছে। আহত কাউসার সোহাগবাড়ি গ্রামের মৃত আমজাদ হোসেনের পুত্র। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

জানা যায়, রবিবার বিকেলে কাউসার সিংড়া পৌরসভায় ওয়ারিশন সনদ নেয়ার জন্য আসে। পথিমধ্যে পূর্ব পরিকল্পিত ভাবে হামিদ ও শিমুলের নেতৃত্বে কাউসারকে বেদম মারপিট করা হয়। এ সময় তার কাছে থাকা প্রায় ৫ লক্ষ টাকা, জমির দলিল ও প্রয়োজনীয় কাগজপত্র ছিনিয়ে নেয় বলে জানান ঐ ব্যবসায়ী।

সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম জানান, এ বিষয়ে অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।

আরও দেখুন

বাড়ির উঠানে ৪ কেজি ওজনের গাঁজারগাছ-গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক সিংড়া,,,,,,,,,,,,নাটোরের সিংড়া পৌরসভার বালুয়াবাসুয়া মোল্লা পাড়া এলাকায় ১০ফুট উচ্চতার একটি গাঁজার গাছ উদ্ধার …