শনিবার , ডিসেম্বর ২৮ ২০২৪
নীড় পাতা / শিরোনাম / সিংড়ায় পুকুরে বিষ দিয়ে মাছ নিধন, ৬ লাখ টাকার ক্ষয়ক্ষতি

সিংড়ায় পুকুরে বিষ দিয়ে মাছ নিধন, ৬ লাখ টাকার ক্ষয়ক্ষতি

নিজস্ব প্রতিবেদক, সিংড়া:
নাটোরের সিংড়া উপজেলার ভোগা গ্রামে বিষ প্রয়োগ করে এক পুকুরের প্রায় ৬ লাখ টাকার মাছ নিধন করেছে দূর্বৃত্তরা। ওই গ্রামের মৃত আকবর আলীর ছেলে গোলাম মোস্তফার পুকুরে এ ঘটনা ঘটে।

পুকুরের মাছ হারিয়ে গোলাম মোস্তফা দিশেহারা হয়ে পড়েছে। এ ঘটনায় তিনি সিংড়া থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।

জানা গেছে, গত ১২ অক্টোবর রাতের কোনো একসময় তার পুকুরে কে বা কাহারা বিষ প্রয়োগ করে। এতে সিলভার কার্প, রুই, কাতলা, মৃগেলসহ প্রায় ৬ লক্ষ টাকার মাছ মারা যায়।

গোলাম মোস্তফা বলেন, আমার পুকুরে বিষ দিয়ে মাছ নিধন করা হয়েছে। এতে প্রায় ৬ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আমি এর সুষ্ঠু বিচার চাই।

সিংড়া থানার ওসি নূর-এ-আলম সিদ্দিকী বলেন, থানায় জিডি হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

আরও দেখুন

বড়াইগ্রামে জামায়াতের ব্যাবসায়ী সমাবেশ

নিজস্ব প্রতিবেদক বড়াইগ্রাম,,,,,,,,,,,,,,,,,,,,,,, নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া উপজেলা মডেল মসজিদ হল রুমে শুক্রবার বাদ জুম্মা জামায়াতে …