বৃহস্পতিবার , ডিসেম্বর ২৬ ২০২৪
নীড় পাতা / শিরোনাম / সিংড়ায় পল্লী নিবাস পরিদর্শনে নাটোরের ডিসি

সিংড়ায় পল্লী নিবাস পরিদর্শনে নাটোরের ডিসি

নিজস্ব প্রতিবেদক, সিংড়া:
নাটোরের সিংড়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের পল্লী নিবাসে বসবাসরত বাসিন্দাদের জন্য তৈরি হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার ৩৬ টি ঘর। গতকাল বিকেলে ঘরের নির্মাণ কাজ পরিদর্শন করেন নাটোরের জেলা প্রশাসক শামিম আহমেদ।

এসময় উপস্থিত ছিলেন, সিংড়া পৌরসভার মেয়র জান্নাতুল ফেরদৌস, উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম সামিরুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আল আমিন, সহকারী কমিশনার ভ‚মি আল ইমরান ও সিংড়া মডেল প্রেসক্লাবের সভাপতি এসএম রাজু আহমেদ।

সিংড়া পৌরসভার মেয়র জান্নাতুল ফেরদৌস বলেন, দীর্ঘদিন থেকে চলনবিল মহিলা কলেজের উত্তরে ভ‚মিহীন অর্ধ শত পরিবার বসবাস করে আসছে। তাদের জন্য মাননীয় আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এবং মাননীয় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ৩৬ ঘর বরাদ্দ করা হয়েছে। এতদিন যারা ভ‚মিহীন হিসেবে রাস্তার দু’পাশে বসবাস করে এসেছেন এখন তারা ইটের তৈরি ঘরে থাকবেন। বর্তমানে কাজ চলমান রয়েছে।

আরও দেখুন

বাগাতিপাড়ায় আগুনে পোড়া তিন পরিবার পেল সহায়তা

নিজস্ব প্রতিবেদক বাগাতিপাড়া,,,,,,,,,,,,,নাটোরের বাগাতিপাড়ায় আগুনে পুড়ে যাওয়া ৩টি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে …