সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / শিরোনাম / সিংড়ায় পরিবেশ বান্ধব ই-রিক্সা ‘চলো’ পরিবহন উদ্বোধন

সিংড়ায় পরিবেশ বান্ধব ই-রিক্সা ‘চলো’ পরিবহন উদ্বোধন


নিজস্ব প্রতিবেদক,সিংড়া
শহরের পরিবহন ব্যবস্থার উন্নয়ন, আধুনিকীকরণ ও গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে নাটোরের সিংড়া পৌরসভায় ১০টি পরিবেশ বান্ধব ই-রিক্সা “চলো” পরিবহন ও দুইটি এ্যাম্বুলেন্স সার্ভিসের শুভ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বিকেল সাড়ে ৪টায় পৌরসভা প্রাঙ্গণে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি নিজে ই-রিক্স্রা (অটো রিকসা )চালিয়ে ব্যতিক্রমধর্মী পরিবহনের শুভ উদ্বোধন করেন । এসময় উপস্থিত ছিলেন সিংড়া পৌরসভার মেয়র জান্নাতুল ফেরদৌস, টুমি জিআইজেড এর কনসালটেন্ট মাইকেল ফিংক, টেকনিক্যাল এডভাইজার সাবাহ শামসী, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) আকরামুল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার সিংড়া সার্কেল জামিল আক্তার প্রমূখ।

সিংড়া পৌরসভা সূত্রে জানা যায়, শুক্রবার সিংড়া পৌর শহরে চালু করা হয়েছে ব্যতিক্রমধর্মী ‘চলো’ পরিবহন। পৌরসভা পাবলিক ট্রান্সপোর্ট ও এ্যাম্বুলেন্স সার্ভিস টুমি গ্লোবাল আরবান মোবিলিটি চ্যালেঞ্জ ২০১৮ তে মোট ১৩০টি শহর তাদের প্রস্তাবনা দাখিল করে। যার মধ্যে বাংলাদেশে একমাত্র সিংড়া পৌরসভা এই প্রকল্পটি অনুমোদন লাভ করে ৩য় স্থানে বিজয়ী হয়। সিংড়া শহরকে দূষণ মুক্ত ও পৌরবাসীর জরুরী স্বাস্থ্য সেবা নিশ্চিতে দুইটি এ্যাম্বুলেন্স সেবার পাশিাপাশি ১০টি পরিবেশ বান্ধব ই-রিক্সা “চলো’ পরিবহন প্রদান করেছে জার্মানির জিআইজেড প্রকল্প।

চলো পরিবহনের দুটিতে ৮জন যাত্রী, ৪টিতে ৪জন যাত্রী ও ৪টিতে ৩জন যাত্রী যাতায়াত করতে পারবে। এছাড়া এ্যাম্বুলেন্স দুটিতে রোগী সহ ৩জন যাত্রী যাতায়াত সুবিধা পাবে। আর পৌরসভার হট লাইনে ফোন করলেই দিন-রাত ২৪ ঘন্টা বিভিন্ন নাগরিক সেবা প্রদান করবে এই চলো পরিবহন। সমাবেশে প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, দুষণমুক্ত তথা জলবায়ু -বান্ধব শহর গড়ে তোলার জন্য বিশ্বের সকল দেশ এক যোগে কাজ করে যাচ্ছে। যানবাহন হলো অন্যতম বৃহত্তম ক্ষেত্র যা বেশি মাত্রার কার্বণ নিঃসরণের জন্য দায়ী।

জার্মানীর জিআইজেড এর টুমি প্রকল্পের আওতায় টেকসই ও স্বাস্থ্য সম্মত যানবাহন ব্যবস্থার কার্যক্রম হাতে নিয়েছে।তিনি এ প্রকল্পের প্রশংসা করে বলেন, সিংড়া একটি ছোট শহর হলেও এই শহরকে সুন্দর এবং দৃষ্টি নন্দন করে গড়ে তোলার জন্য যা যা করনীয় সব কিছুই করা হবে।

আরও দেখুন

নাটোরে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত-১ আহত-৯

নিজস্ব প্রতিবেদক ,,,,,,,,,,,,,,,,,,,,,নাটোর বগুড়া মহাসড়কের ডালসড়ক এলাকায় ৬টি ট্রাকের সংঘর্ষের ঘটনায় হোসাইন নামের এক ট্রাক …