শুক্রবার , জানুয়ারি ১০ ২০২৫
নীড় পাতা / জেলা জুড়ে / সিংড়ায় নিখোঁজ হওয়ার ৫ দিন পরও সন্ধান মিলেনি প্রতিবন্ধী যুবকের

সিংড়ায় নিখোঁজ হওয়ার ৫ দিন পরও সন্ধান মিলেনি প্রতিবন্ধী যুবকের


নিজস্ব প্রতিবেদক, সিংড়া:
নাটোরের সিংড়ায় নিখোঁজের ৫দিন পরও সন্ধান পাওয়া যায়নি জুবায়ের নামের বাক প্রতিবন্ধী ১৭ বছর বয়সী যুবকের। নিখোঁজ জোবায়ের সিংড়া উপজেলার ২নং ডাহিয়া ইউনিয়নের লালুয়া পাঁচ পাকিয়া গ্রামের আবুবক্করের ছেলে। সে গত ৫ অক্টোবর বিয়াশ মজেলা মোড় এলাকা থেকে নিখোঁজ হয়।

স্থানীয়রা জানায়, জোবায়ের জম্ম থেকেই বাক প্রতিবন্ধী হওয়ায় কথা বলতে পারে না। তবে সবার সাথে ইশারায় কথা বলেন এবং পাঁচ ওয়াক্ত নিয়মিত নামায পড়েন। মাথায় টুপি আর পায়জামা পাঞ্জাবী পড়তে পছন্দ করেন। নিখোঁজের সময়ও তার পড়নে টুপি ও পাঞ্জাবী ছিল।

এদিকে নিখোঁজের পরের দিন থেকে তার বাবা সিংড়া পৌর শহর সহ বিভিন্ন অঞ্চলে সন্ধান চেয়ে মাইকিং করেছেন এবং সন্ধান পেলে ০১৭২৩২৮২০৮৭ ফোন নাম্বারে যোগাযোগ করার জন্য সবার কাছে অনুরোধ জানিয়েছেন।

আরও দেখুন

গুরুদাসপুরে অগ্নিকান্ডে নিঃস্ব শিক্ষক পরিবারের পাশে ইউএনও

নিজস্ব প্রতিবেদক গুরুদাসপুর,,,,,,,,,,,,,,,,,,,,,,নাটোরের গুরুদাসপুরে অগ্নিকান্ডে বাড়ির আসবাবপত্রসহ সবকিছুপুড়ে নিঃস্ব এক শিক্ষক পরিবারের পাশে দাঁড়িয়েছেন ইউএনও …