সোমবার , নভেম্বর ১৮ ২০২৪
নীড় পাতা / শিরোনাম / সিংড়ায় দুর্গাপূজাকে ঘিরে বেড়েছে

সিংড়ায় দুর্গাপূজাকে ঘিরে বেড়েছে

নারিকেল বিক্রির ধুম

 নিজস্ব প্রতিবেদক:

সনাতন ধর্মালম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজাকে ঘিরে
নাটোরের সিংড়ায় বেড়েছে নারিকেল বিক্রির ধুম। পূজা উৎসবে
অতিথি আপ্যায়নের খাদ্য তালিকায় অন্যতম প্রধান মুখরোচক খাবার
হচ্ছে নারিকেলের নাড়ু। এছাড়া নারিকেল দিয়ে পায়েশসহ তৈরী করা হয়
নানা স্বাদের খাবার। কাজেই পূজা উৎসবে নারিকেলের জুড়ি নেই। তাই
পূজার দিন যতই ঘনিয়ে আসছে ততই কদর বাড়ছে নারিকেলের। ক্রেতারা
ছুটছেন দোকানে, দরদাম করে কিনছেন নারিকেল। নারিকেলের পাশাপাশি
কেনা বেচায় কদর বেড়েছে গুড়ের দোকানেও।
সরেজমিনে সিংড়া বাজারে গিয়ে দেখা যায়, নানা সাইজের
নারিকেলের পসরা সাজিয়ে বসেছেন ১৫ থেকে ২০টি দোকান।
দোকানে সাধারণ ক্রেতাদের ভীড় বেশি। পুরুষ ক্রেতার পাশাপাশি আছেন
নারী ক্রেতাও। এসব দোকানে ছোট আকারের নারিকেল প্রতি জোড়া
১৬০ টাকা, মাঝারি সাইজের প্রতি জোড়া ২০০ টাকা এবং বড়
সাইজের নারিকেল প্রতি জোড়া ২৪০ থেকে ২৬০ টাকায় বিক্রয় হচ্ছে।
উপজেলার ছোট বাঁশবাড়িয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান
শিক্ষক সুকমল সরকার জানান, নারিকেল ছাড়া পূজার কথা ভাবাই যায় না।
তিন জোড়া নারিকেল কিনলাম। গতবারের চেয়ে দাম অনেক বেশি। গত
বছর যে নারিকেল ১ জোড়ার দাম ছিল ১৪০ টাকা থেকে ১৬০ টাকা এ বছর
সেই নারিকেলের দাম ২০০ থেকে ২৪০ টাকা। বছরের ব্যবধানে প্রতি
জোড়া নারিকেলের দাম বেড়েছে ৬০ থেকে ৮০ টাকা।
নারিকেল ব্যবসায়ী শাহিন আলম ও জামাল উদ্দিন জানান, সারা বছর
কমবেশি বেচা কেনা হলেও পূজা উপলক্ষে বিক্রি হয় সবচেয়ে বেশি।
আমরা আশা করছি আশানুরূপ বিক্রয় করতে পারবো।
তারা আরও জানান, ডাবের দাম বেড়ে যাওয়ায় মোকাম থেকে বাড়তি
দামে নারিকেল কিনতে হয়েছে আমাদের। দাম বেড়ে যাওয়ায় ক্রেতাদের

চাহিদাও কিছুটা কমেছে। পূজা মৌসুমে যারা ১০ জোড়া নারিকেল
কিনতো এখন তারা কিনছেন ৫ জোড়া।
উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক তাপস সরকার জানান,
এ বছর উপজেলার ১২টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় মোট ৮১টি
পূজামÐপে দুর্গোৎসবের আয়োজন করা হয়েছে। সনাতন
ধর্মালম্বীদের পূজা পার্বনে মিষ্টি ও মিষ্টান্ন খাবার বেশি তৈরি হয়।
সে কারণে নারিকেল ও গুড় হচ্ছে পূজার অন্যতম উপকরণ। এছাড়া অতিথি
অপ্যায়নেও নারিকেলের তৈরি নাড়–র কদর অনেক বেশি থাকে।

আরও দেখুন

জনগণের ভোটাধিকার নিশ্চিত না হওয়া পর্যন্ত নেতাকর্মীদের সজাগ ও সর্তক থাকতে হবে- দুলু

নিজস্ব প্রতিবেদক,,,,,,,,,বিএনপি কেন্দ্রীয় নেতা ও সাবেক উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন …