সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / সিংড়ার ডাহিয়া ইউনিয়ন আ.লীগের কাউন্সিল অনুষ্ঠিত

সিংড়ার ডাহিয়া ইউনিয়ন আ.লীগের কাউন্সিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, সিংড়াঃ
নাটোরের সিংড়ায় ডাহিয়া ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি- বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১১ টায় ডাহিয়া ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এম আবুল কালাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট ওহিদুর রহমান শেখ। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি।

সম্মেলনে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারন সম্পাদক এডভোকেট জিল্লুর রহমান, বর্তমান উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি নবীর উদ্দিন, সহ সভাপতি আবুবক্কর সিদ্দিক রকি, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শামিমা হক রোজি, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক আরিফুল ইসলাম, জাহেদুৃল ইসলাম ভোলা, সাংগঠনিক সম্পাদক লুৎফুল হাবিব রুবেল, কলম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মঈনুল হক চুনু, উপজেলা আওয়ামী লীগের প্রয়াত সভাপতি শাজাহান আলীর পুত্র সরফরাজ নেওয়াজ বাবু, ধর্ম বিষয়ক সম্পাদক রুহুল আমিন, পৌর আওয়ামী লীগের সহ সভাপতি মাহাবুব আলম বাবু প্রমূখ।

সভা পরিচালনা করেন, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক সিরাজুল ইসলাম মামুন। বৃষ্টি উপেক্ষা করে হাজার হাজার নেতাকর্মী শ্লোগানে শ্লোগানে মুখরিত হয়ে উঠে।
সভায় কাউন্সিলের মাধ্যমে আবুল কালাম মৃধা সভাপতি এবং সিরাজুল ইসলাম মামুন সাধারন সম্পাদক নির্বাচিত হন।

আরও দেখুন

নাটোরে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত-১ আহত-৯

নিজস্ব প্রতিবেদক ,,,,,,,,,,,,,,,,,,,,,নাটোর বগুড়া মহাসড়কের ডালসড়ক এলাকায় ৬টি ট্রাকের সংঘর্ষের ঘটনায় হোসাইন নামের এক ট্রাক …