নিজস্ব প্রতিবেদক, সিংড়াঃ
মুজিববর্ষকে সামনে রেখে নাটোরের সিংড়ায় জাতীয় আদিবাসী পরিষদের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুর সংগঠনটির সিংড়া উপজেলা শাখার আয়োজনে উপজেলার রনবাঘার বেলোয়ায় এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় আদিবাসী পরিষদ কেন্দ্রীয় কমিটির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও আদিবাসী যুব পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নরেন পাহান। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনটির সহ-সভাপতি নবদ্বীপ লাকড়া, আদিবাসী ছাত্র পরিষদের কেন্দ্রীয় সভাপতি নকুল পাহান, নাটোর জেলা শাখার সাধারণ সম্পাদক কালিদাস রায়, সহ সভাপতি বিমল কর্মকার, দপ্তর সম্পাদক শ্যমলাল তেলী, মহিলা বিষয়ক সম্পাদক ইউপি সদস্য জয়ন্তী রানী, বাগাতিপাড়া উপজেলা সভাপতি সত্যেন্দ্রনাথ বাগদি, লালপুর উপজেলা সভাপতি শংকর বাগদি, সাধারণ সম্পাদক কাজল লোহার, আদিবাসী ছাত্র পরিষদ নাটোর জেলা সভাপতি সুজল পাহান, প্রভাষক নবীন চন্দ্র সরদার, সাবেক ইউপি সদস্য সরেস উরাও প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, জাতীয় আদিবাসী পরিষদ আদিবাসীদের উন্নয়নে সর্বপ্রথম ৯ দফা দাবিতে আন্দোলন শুরু করে। দেশে বসবাসরত আদিবাসীদের সাংবিধানিক পরিচয় নিশ্চিত, শিক্ষাক্ষেত্রে আদিবাসী শিক্ষার্থীদের মাতৃভাষায় বই প্রণয়ন ও শিক্ষক নিয়োগ প্রদান, আর্ত সামাজিক উন্নয়নে বাজেটের পরিমাণ বাড়ানোর দাবি জানান।
আরও দেখুন
সিংড়ায় জাতীয় সাংবাদিক সংস্থার
কমিটি গঠন নিজস্ব প্রতিবেদক সিংড়া,,,,,,,,,,,,,লিটন আহমেদ (দৈনিক সকালের সময়) সভাপতি ও মোঃ রবিন খান(দৈনিক কালবেলা) …