সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / সিংড়ায় চেয়ারম্যান চুনুকে হত্যা চেষ্টা, প্রতিবাদে সমাবেশ

সিংড়ায় চেয়ারম্যান চুনুকে হত্যা চেষ্টা, প্রতিবাদে সমাবেশ

নিজস্ব প্রতিবেদক, সিংড়া:
নাটোরের সিংড়া উপজেলার কলম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মইনুল হক চুনুকে হত্যাচেষ্টার প্রতিবাদে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১ টায় কলম বাজারে মিছিল শেষে ইউনিয়ন পরিষদের সামনে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

প্রতিবাদ সভায় বক্তব্য দেন মইনুল হক চুনু, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলাউদ্দিন মুন্সি, সহ-সভাপতি নাজিম উদ্দিন, হাতেম আলী সরদার, ইউনিয়ন যুবলীগের সভাপতি এসএম গোলাম রাব্বানী, ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি বাচ্চু প্রমানিক, বীর মুক্তিযোদ্ধা আঃ রহিম প্রমুখ।

উল্লেখ্য, নাটোরের সিংড়া উপজেলার কলম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আসন্ন নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী মইনুল হক চুনুকে গুলি করে হত্যাচেষ্টা করা হয়েছে। বুধবার রাত সাড়ে ৮ টায় কলম ইউনিয়নের হাজীপুর এলাকায় নির্বাচনী পথসভায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় দুজনকে আটক করে পুলিশে দিয়েছে জনতা। আটককৃত শামসুল ইসলাম ও বাবলু মইনুল হক চুনুর ভাই সাবেক চেয়ারম্যান ফজলার রহমান ফুনু হত্যা মামলার আসামী।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …