বুধবার , ডিসেম্বর ২৫ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / সিংড়ায় ঘাস কাটা নিয়ে দু পক্ষের সংঘর্ষ

সিংড়ায় ঘাস কাটা নিয়ে দু পক্ষের সংঘর্ষ

নিজস্ব প্রতিবেদক:
নাটোরের সিংড়ায় ঘাস কাটা নিয়ে দু পক্ষের মধ্য কথা কাটাকাটি এক পর্যায়ে সংঘর্ষে রুপ নেওয়ায় উভয় পক্ষের ৭/৮ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

আহতদের সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে।

আহতরা হলো, মৃত আসসাফ এর পুত্র বারিক ( ৩৫), উজির এর পুত্র খাদেম ( ৩৮), নজরুলের পুত্র নাজমুল ( ২৮) ,মৃত আসসাফের পুত্র আঃ লতিফ (৩২),
রুহুল আমিনের পুত্র আলমগীর (২৮), রুহুলের স্ত্রী হাওয়া (৪৫), সাজেদা (৫৫)

জানা যায়, সোমবার দুপুর ১২ টার দিকে সড়কের পাশে গরুর ঘাস কাটা নিয়ে শরিফুল ও খালেকের মধ্য কথা কাটাকাটি হয়। এ নিয়ে মারপিটের ঘটনা ঘটে। পরে মহিদুল ও শরিফুলের নেতৃত্বে হামলা হয়। এসময় আব্দুল লতিফ ও নজরুলের বাড়ি লুট করে প্রতিপক্ষরা।

সিংড়া থানার ওসি নুরে আলম সিদ্দীকি জানান, ঘাস কাটা নিয়ে দু পক্ষের বিরোধে এধরনের ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনাস্থলে রয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

আরও দেখুন

সিংড়ায় আগ্রহ বাড়ছে বস্তায় আদা চাষের

নিজস্ব প্রতিবেদক সিংড়ায় ,,,,,,,,,,,কম খরচে বেশি আয়ের আশায় পতিত জমিতে আদা চাষ শুরু করেছেন নাটোরের …