রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / সিংড়ায় গৃহবধূর আত্মহত্যা

সিংড়ায় গৃহবধূর আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক:
নাটোরের সিংড়ায় গলায় ফাঁস দিয়ে লিপি খাতুন (৩২)নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছে। শনিবার রাতের কোন এক সময় সিংড়া উপজেলার মহিষমারি গ্রামে এই ঘটনা ঘটে। মৃত লিপি খাতুন একই এলাকার গোলাম মোস্তফার স্ত্রী।

স্থানীয়রা জানায়, গৃহবধূ লিপি খাতুন মোবাইল ফোনে অজ্ঞাত কোন যুবকের সাথে পরকীয়ায় আসক্ত হয়। লিপি খাতুন এরআগে ওই যুবককে বিভিন্ন সময় স্বর্ণালংকার সহ টাকা পয়সা দেয়। কিন্তু প্রতারক ওই যুবক লিপি খাতুনের কাছে আরো কিছু দাবি করেছিল। তবে ওই যুবকের বিষয়ে কোন কিছু জানা যায়নি। এরই এক পর্যায়ে শনিবার রাতে লিপি ঘরের তীরের সাথে গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করে। সকালে ঘুম থেকে তার চার বছরের সন্তান তাকে ঝুলন্ত অবস্থায় দেখে প্রতিবেশী স্বজনদের খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। তবে পরকীয়ার বিষয়ে পুলিশ কিছু জানায়নি।

সিংড়া থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর থানায় প্রেরণ করা হয়েছে। এই ঘটনায় এখনও কেউ অভিযোগ দায়ের করেনি।

আরও দেখুন

লালপুরে বিদ্যুৎস্পৃষ্টে সাংবাদিকের ছেলের মৃত্যু!

নিজস্ব প্রতিবেদক লালপুর,,,,,,,,,,,,,,,, নাটোরের লালপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জিহাদ ইসলাম (১৫) নামের এক তরুণের মৃত্যু হয়েছে। …