সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / আইন-আদালত / সিংড়ায় কলেজ পড়ুয়া মেয়েকে ধর্ষনের অভিযোগে যুবক আটক

সিংড়ায় কলেজ পড়ুয়া মেয়েকে ধর্ষনের অভিযোগে যুবক আটক

নিজস্ব প্রতিবেদক, সিংড়া
নাটোরের সিংড়ায় বিয়ের প্রলোভনে কলেজ পড়ুয়া এক মেয়েকে ধর্ষনের অভিযোগে বুলবুল আহমেদ রাব্বি (২১) নামে এক যুবক কে আটক করেছে সিংড়া থানা পুলিশ।
সোমবার তাকে আটক করা হয়।। রাব্বি দক্ষিন দমদমা মহল্লার মৃত হোসেন আলীর পুত্র।

সে গোলই আফরোজ সরকারী কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র। ছদ্রনাম তানিহা নাটোর বলারীপাড়ার বাসিন্দা।

মামলার বিবরনে জানা যায়, ৬ মাস আগে ফেসবুকের মাধ্যমে রাব্বির সাথে পরিচয় ঘটে। পরিচয়ের সুবাদে দুজন দুজনার সাথে সম্পর্ক গড়ে উঠে। গত ১৩ মার্চ দুজন চলনবিলের কবিরগন্জ পার্কে বেড়াতে যায়। বিয়ের প্রলোভনে সেখানে একটি রুমে দুজন দৈহিক সম্পর্কে মিলিত হয় এবং কিছু আপত্তিকর ছবি তোলে পরবর্তীতে কিছু ছবি ফেসবুকে পোস্ট করে এবং হুমকি ধামকি দিয়ে আসছে।

মামলার তদন্তকারী অফিসার এসআই ইলিয়াস জানান, বিষয়টি তদন্ত করা হচ্ছে। আদালতে মেয়ে জবানবন্দি দিবে।

সিংড়া থানার ওসি মনিরুল ইসলাম জানান, ঐ মেয়ের অভিযোগের ভিত্তিতে পুলিশ সোমবার আটক করে মঙ্গলবার দুপুরে নাটোর জেল হাজতে প্রেরন করা হয়।

আরও দেখুন

নাটোরে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত-১ আহত-৯

নিজস্ব প্রতিবেদক ,,,,,,,,,,,,,,,,,,,,,নাটোর বগুড়া মহাসড়কের ডালসড়ক এলাকায় ৬টি ট্রাকের সংঘর্ষের ঘটনায় হোসাইন নামের এক ট্রাক …