মঙ্গলবার , নভেম্বর ৫ ২০২৪
নীড় পাতা / শিরোনাম / সিংড়ায় করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ

সিংড়ায় করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ

নিজস্ব প্রতিবেদক, সিংড়াঃ
নাটোরের সিংড়ায় করোনা ভাইরাস প্রতিরোধে করোনা বাংলাদেশ স্কাউটস সিংড়া উপজেলা শাখার এর আয়োজনে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন বাংলাদেশ স্কাউটস সিংড়া উপজেলা শাখার সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার নাসরিন আক্তার বানু।বৃহস্পতিবার সকালে পৌরশহরের বিভিন্ন সড়কে ব্যবসায়ী, দিনমজুর, গাড়ির ড্রাইভারসহ পথচারীদের হাতে এসব লিফলেট তুলে দেন তিনি।

এসময় আতঙ্কিত না হয়ে নিয়মিত হাত-মুখ ও পা ধোয়া, বাড়ির আঙ্গিনা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখাসহ সবাইকে সচেতন হওয়ার পরামর্শ দেন। সচেতন থাকলেই করোনাভাইরাস থেকে মুক্ত থাকা সম্ভব বলে জানান তিনি।

উপজেলা নির্বাহী অফিসার বলেন, ‘এই রোগে আক্রান্ত কিংবা সন্দেহ লোকদের চিকিৎসার বিষয়ে চিকিৎসকদের প্রতি সরকারের কঠোর নির্দেশনা রয়েছে। এছাড়া এই ভাইরাস প্রতিরোধে সরকার সব ধরনের প্রস্তুতি নিয়েছেন।’

লিফলেট বিতরণের সময় উপস্থিত ছিলেন, সঞ্জীব কুমার সম্পাদক, বাংলাদেশ স্কাউটস, নাটোর জেলা,
আইয়ুব আলী, সাধারণ সম্পাদক, বাংলাদেশ স্কাউটস,সিংড়া উপজেলা। আজিজুল হক,সহকারী কমিশনার ফারুক হোসেন,উপজেলা কাবুল লিডার, সাইফুল ইসলাম সোহেল, শরিফা খাতুন সহকারী শিক্ষক ।

আরও দেখুন

সিংড়ায় কৃষি উপকরণ বিতরণ

নিজস্ব প্রতিবেদক সিংড়া ,,,,,,,,,,,নাটোরের সিংড়া উপজেলায় ২০২৪-২৫ অর্থবছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে বিনামূল্যে …