রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / Uncategorized / সিংড়ায় ঐতিহাসিক ৭ মার্চ পালিত

সিংড়ায় ঐতিহাসিক ৭ মার্চ পালিত

নিজস্ব প্রতিবেদক,সিংড়া:
নাটোরের সিংড়ায় উপজেলা প্রশাসনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক ৭মার্চ পালিত হয়েছে।

বৃহস্পতিবার (০৭ মার্চ) সকাল সাড়ে ১০টায় সিংড়া উপজেলা প্রশাসন আয়োজিত ঐতিহাসিক ৭ মার্চ-২০২৪ উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও সকল শহিদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।

পরে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার হা-মীম তাবাসসুম প্রভা এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা শাহাদাত হোসেন, সিংড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র জান্নাতুল ফেরদৌস, উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) কামরুল হাসান কামরান, সিংড়া থাকা ওসি তদন্ত আকবর হোসেন প্রম‚খ।

সভায় উপস্থিত ছিলেন, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা আসাদ হোসেন, পিআইও আলামিন সরকার উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুমি আক্তার, সিংড়া মডেল প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক রবিন খান সহ আরো অনেকে।

আরও দেখুন

১০ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে জিংক ধানের বীজ বিতরণ

 নিজস্ব প্রতিবেদক বড়াইগ্রাম,,,,,,,,,নাটোরের বড়াইগ্রামসহ সাতটি উপজেলার ১০ হাজার ৫০ জন কৃষকের মাঝে বিনামূল্যে উন্নত মানের …