শনিবার , নভেম্বর ১৬ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / সিংড়ায় আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

সিংড়ায় আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক, সিংড়া:
নাটোরের সিংড়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ‘দূর্যোগে আগাম সতর্কবার্তা সবার জন্য কার্যব্যবস্থা’ এ প্রতিপাদ্য নিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার (১৩ অক্টোবর) সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতর ও উপজেলা প্রশাসনের আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তরা বলেন, দুর্যোগ মোকাবেলায় সবাইকে এগিয়ে আসতে হবে। কৃতিম উপায়ে কোনো দুর্যোগ সৃষ্টি করা যাবে না। সবাইকে যার যার জায়গাহ থেকে খাদ্য উৎপাদন করতে হবে। যে কোনো দুর্যোগে সবাইকে একসাথে কাজ করতে হবে। সকলের প্রচেষ্টায় দুর্যোগ মোকাবেলা করা সম্ভব। এর আগে কোর্ট মাঠে দুর্যোগ প্রশমন নিয়ন্ত্রণে বিভিন্ন পদ্ধতি প্রদর্শনী করা হয়।

আরও দেখুন

চাঁপাইনবাবগঞ্জে ‘রক্তের খোঁজে আমরা’র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ ………..চাঁপাইনবাবগঞ্জে রক্তদান সামাজিক সেবামূলক সংগঠন ‘রক্তের খোঁজে আমরা’র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার …