সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / সিংড়ায় অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার

সিংড়ায় অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, সিংড়া:
নাটোরের সিংড়ায় এক অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে চলনবিলের তিশিখালী মাজারের পাশের একটি খাল থেকে এ মরদেহ উদ্ধার করা হয়। বৃদ্ধের আনুমানিক বয়স ৫৫ বছর। মরদেহটি উদ্ধার করে সিংড়া থানায় আনা হয়েছে।

জানা যায়, মঙ্গলবার দুপুরে তিশিখালী মাজারের পাশে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে সিংড়া থানা পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে থানায় আনে। ঘটনাস্থল পরিদর্শন করেছেন সিংড়া সার্কেলের সিনিয়র সহকারি পুলিশ সুপার জামিল আকতার ও অফিসার ইনচার্জ (ওসি) নূর-এ-আলম সিদ্দিকী।

সিনিয়র এএসপি জামিল আকতার জানান, মৃত ব্যক্তির পরিচয় সনাক্তের চেষ্টা চলছে। রাজশাহীর সিআইডি ক্রাইম সিন টিমকে খবর দেয়া হয়েছে। মরদেহটি ময়নাতদন্ত করলে মৃত্যুর কারণ জানা যাবে।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …