রবিবার , জানুয়ারি ১২ ২০২৫
নীড় পাতা / শিরোনাম / সিংড়ার বিয়াশ হাটে জনলোকের উদ্যোগে মাস্ক বিতরন

সিংড়ার বিয়াশ হাটে জনলোকের উদ্যোগে মাস্ক বিতরন


নিজস্ব প্রতিবেদক, সিংড়া:

নাটোরের সিংড়ার প্রত্যন্ত গ্রামাঞ্চলের বিয়াশ সাপ্তাহিক হাটবারে হাটে আসা সাধারন মানুষ ও নিম্নআয়ের পেশাজীবি মানুষের মাঝে সামাজিক সংগঠন জনলোকের উদ্যোগে মাস্ক বিতরন করা হয়েছে। বুধবার বিকালে হাটের সময়ে চা বিক্রেতা, সবজি বিক্রেতা, মাছ বিক্রেতা, নাপিত সহ হাটুরে দরিদ্র মানুষের মাঝে এই মাস্ক বিতরন করেন জনলোকের কেন্দ্রীয় সমন্বয় কমিটির সদস্য মুক্তার হোসেন নাহিদ।

এসময় উপস্থিত ছিলেন বিয়াশ বহুমুখী যুব উন্নয়ন সংঘের সভাপতি জুলহাস হোসেন কায়েম, রইচ উদ্দিন, সাইফুল ইসলাম সহ অন্যরা।

মুক্তার হোসেন নাহিদ বলেন, গ্রামাঞ্চলে করোনা ভাইরাস সম্পর্কে মানুষ এখনো সচেতন না। বেশিরভাগ মানুস মানছে না স্বাস্থ্যবিধি। গ্রামের মানুষ মাস্ক ব্যবহার না করেই হাটে আসছেন ফলে তারা অনেকেই স্বাস্থ্য ঝুঁকিতে আছে। করোনার এই দুঃসময়ে তাই প্রত্যন্ত গ্রামের মানুষদের সচেতন করার লক্ষেই সাজিক সংগঠন জনলোকের উদ্যোগে এই মাস্ক বিতরন হরা হয়েছে।

আরও দেখুন

লালপুরে ট্রাক চাপায় সাবেক ইউপি সদস্য নিহত

নিজস্ব প্রতিবেদক ,,,,,,,,,,,,,,,নাটোরের লালপুরে ট্রাক চাপায় জহুরুল ইসলাম গুপি (৫৫) নামে এক সাবেক ইউপি সদস্য …