নীড় পাতা / জনদুর্ভোগ / সিংড়ার পাকিসা-স্থাপনদিঘী রাস্তার দুর্ঘটনা যেন নিত্যদিনের সঙ্গী হয়ে দাঁড়িয়েছে!

সিংড়ার পাকিসা-স্থাপনদিঘী রাস্তার দুর্ঘটনা যেন নিত্যদিনের সঙ্গী হয়ে দাঁড়িয়েছে!

নিজস্ব প্রতিবেদক, সিংড়া:
নাটোরের সিংড়ার ছাতারদিঘী ইউনিয়নের পাকিসা থেকে স্থাপনদিঘী রাস্তার দুর্ঘটনা যেন নিত্য দিনের সঙ্গী হয়ে দাঁড়িয়েছে। প্রতিদিনই ঘটছে ছোট বড় সড়ক দূর্ঘটনা। আহত ও নিহত হচ্ছেন এই রাস্তায় চলাচল কারী এলাকাবাসী। নাটোরের সিংড়ার ছাতারদিঘী ইউনিয়নের পাকিসা থেকে স্থাপনদিঘী বাজার পর্যন্ত ও বড় চৌগ্রাম স্কুল বাজারের মসজিদের কাছে রাস্তার মধ্যে এমন সব বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে।

যে এসব গর্তের কারণে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা, নষ্ট হচ্ছে গাড়ি, প্রাণ যেতে পারে যাত্রীর, ভোগান্তিতে পড়ছে যাত্রীরা। এসব গর্ত পূরনের জন্য কিংবা সংস্কারের জন্য বার বার বলেও লাভ হচ্ছে না বলে অভিযোগ করেছে স্থানীয় গাড়ির চালক ও যাত্রীগণ।

স্থানীয়রা জানান আমরা আবারও সংশ্লিষ্ট কর্তৃপক্ষসহ স্থানীয় জনপ্রতিনিধিদের সুদৃষ্টি কামনা করছি। অন্যথায় এসব দুর্ঘটনা আমাদের আপনাদেরই কারো আত্মীয়-স্বজন এর শেষ পরিণতির কারণ হয়ে যাবে।

আরও দেখুন

সিংড়ায় ছাত্রশিবিরের সাবেক ও বর্তমান দায়িত্বশীলদের ঈদ পুনর্মিলনী

নিজস্ব প্রতিবেদক সিংড়া,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,নাটোরের সিংড়ায় সাবেক ও বর্তমান সাথী, সদস্য এবং দায়িত্বশীলদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। …