বুধবার , ডিসেম্বর ২৫ ২০২৪
নীড় পাতা / জনদুর্ভোগ / সিংড়ার পাকিসা-স্থাপনদিঘী রাস্তার দুর্ঘটনা যেন নিত্যদিনের সঙ্গী হয়ে দাঁড়িয়েছে!

সিংড়ার পাকিসা-স্থাপনদিঘী রাস্তার দুর্ঘটনা যেন নিত্যদিনের সঙ্গী হয়ে দাঁড়িয়েছে!

নিজস্ব প্রতিবেদক, সিংড়া:
নাটোরের সিংড়ার ছাতারদিঘী ইউনিয়নের পাকিসা থেকে স্থাপনদিঘী রাস্তার দুর্ঘটনা যেন নিত্য দিনের সঙ্গী হয়ে দাঁড়িয়েছে। প্রতিদিনই ঘটছে ছোট বড় সড়ক দূর্ঘটনা। আহত ও নিহত হচ্ছেন এই রাস্তায় চলাচল কারী এলাকাবাসী। নাটোরের সিংড়ার ছাতারদিঘী ইউনিয়নের পাকিসা থেকে স্থাপনদিঘী বাজার পর্যন্ত ও বড় চৌগ্রাম স্কুল বাজারের মসজিদের কাছে রাস্তার মধ্যে এমন সব বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে।

যে এসব গর্তের কারণে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা, নষ্ট হচ্ছে গাড়ি, প্রাণ যেতে পারে যাত্রীর, ভোগান্তিতে পড়ছে যাত্রীরা। এসব গর্ত পূরনের জন্য কিংবা সংস্কারের জন্য বার বার বলেও লাভ হচ্ছে না বলে অভিযোগ করেছে স্থানীয় গাড়ির চালক ও যাত্রীগণ।

স্থানীয়রা জানান আমরা আবারও সংশ্লিষ্ট কর্তৃপক্ষসহ স্থানীয় জনপ্রতিনিধিদের সুদৃষ্টি কামনা করছি। অন্যথায় এসব দুর্ঘটনা আমাদের আপনাদেরই কারো আত্মীয়-স্বজন এর শেষ পরিণতির কারণ হয়ে যাবে।

আরও দেখুন

নাটোরে যথাযোগ্য মর্যাদায় খ্রিস্টান ধর্মাবলম্বীদের বড়দিন উৎসব পালিত

নিজস্ব প্রতিবেদক,,,,,,,,,,,,,,,,,,নাটোরে যথাযথ আনন্দ উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হয়েছে খ্রিস্টান সম্প্রদায়ের সবচাইতে বড় ধর্মীয় উৎসব …