নিজস্ব প্রতিবেদক:
নাটোরের সিংড়ায় অপচিকিৎসা এবং সিজারের সময় যথাযথ নিয়মনীতি না মানার কারণে সেবা মেডিকেল সেন্টার অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন।
রবিবার বিকেল ৩টায় অভিযান চালিয়ে বন্ধ করে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গোলাম রব্বানী সরদার।
এসময় উপস্থিত ছিলেন সিংড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: এ এস এম আলমাস।
জানা যায়, গত ৫ মে উপজেলার উদিশা গ্রামের জাহিদ হোসেনের প্রসূতি স্ত্রীকে সিজার করা হয়। এসময় রোগীর পরিবার অভিযোগ করেন, সেবা মেডিকেল সেন্টারের পরিচালক হারুন নিজে অপারেশন করে। এরপর থেকে রোগীর অবস্থা শোচনীয় হয়ে পড়ে।
এতে ভুক্তভোগী পরিবার রাজশাহী ও বগুড়া মেডিকেল কলেজে কয়েকদফায় চিকিৎসায় দু’লক্ষ টাকা ক্ষতিগ্রস্ত হন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: এ এস এম আলমাস বলেন, ঐ ঘটনায় রোগীর পরিবার সিভিল সার্জন বরাবর প্রতিকার চেয়ে অভিযোগ করেন। সিভিল সার্জন ৫ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি করে দেন। তদন্ত কমিটির রিপোর্টে অভিযোগ প্রমাণিত হওয়ায় ঐ ক্লিনিক সিলগালা করার নির্দেশনা দেয়া হয়।