বৃহস্পতিবার , ডিসেম্বর ২৬ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / সিংড়া শিল্প ও বণিক সমিতির অসহায় মানুষদের সহায়তায় ২ লাখ টাকা প্রদান

সিংড়া শিল্প ও বণিক সমিতির অসহায় মানুষদের সহায়তায় ২ লাখ টাকা প্রদান

নিজস্ব প্রতিবেদক, সিংড়াঃ
সিংড়া শিল্প ও বণিক সমিতি অসহায় মানুষদের সহায়তায় সিংড়া পৌরসভার মেয়র জান্নাতুল ফেরদৌস এর হাতে নগদ ২ লাখ টাকা তুলে দেন। শুক্রবার বিকেলে মেয়র এর নিজস্ব কার্যালয় এই আর্থিক অনুদান তুলে দেয়া হয়। বৈশ্বিক মহামারি কোভিড-১৯ করোনাভাইরাসের কারনে সিংড়া পৌরসভার অনেক খেটে খাওয়া,মেহনতি মানুষ কর্মহীন হয়ে পড়েছে। এসকল কর্মহীন মানুষদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে অনেক প্রতিষ্ঠান ও ব্যক্তি সিংড়া পৌরসভার তহবিলে সহযোগিতা প্রদান করছেন। তারই অংশ হিসেবে শিল্প ও বণিক সমিতির পক্ষে জয়দেব সাহা, প্রদীপ সাহা এবং যুগ্ম সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান উপস্থিত ছিলেন। অনুদান গ্রহণের পর মেয়র জান্নাতুল ফেরদৌস বলেন, আমি সিংড়া পৌরবাসীর পক্ষ থেকে আমি তাদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি যারা এ পর্যন্ত বিভিন্ন ভাবে অনুদান এবং সহায়তা প্রদান করে আসছেন। সেইসাথে সমাজের বিত্তবানদের কাছে আকুল আবেদন জানাচ্ছি আপনারা যার যার অবস্থান থেকে এসকল মানুষের সাহায্যের জন্য এগিয়ে আসুন। আপনার সাহায্য ও সহযোগিতা নিজ দায়িত্বে এসকল মানুষদের ঘরে ঘরে পৌঁছে দিবো।

আরও দেখুন

সিংড়ায় আগ্রহ বাড়ছে বস্তায় আদা চাষের

নিজস্ব প্রতিবেদক সিংড়ায় ,,,,,,,,,,,কম খরচে বেশি আয়ের আশায় পতিত জমিতে আদা চাষ শুরু করেছেন নাটোরের …