সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / সিংড়া পৌরসভায় মেয়র পদে পুনঃনির্বাচিত হলেন জান্নাতুল ফেরদৌস

সিংড়া পৌরসভায় মেয়র পদে পুনঃনির্বাচিত হলেন জান্নাতুল ফেরদৌস

নিজস্ব প্রতিবেদক:
নাটোরের সিংড়া পৌরসভায় মেয়র পদে পুনঃনির্বাচিত হলেন জান্নাতুল ফেরদৌস। তিনি বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী। শনিবার সন্ধে সাতটায় রিটার্নিং অফিসার অফিস সূত্রে এই ফলাফল জানা যায়।

সিংড়া পৌরসভায় নারী ও পুরুষ মিলিয়ে মোট ভোটার সংখ্যা ২৬৫৫৭। নির্বাচনে নৌকা প্রতীকে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী জান্নাতুল ফেরদৌস পেয়েছেন ১৯৪২১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ধানের শীষ প্রতীকের বিএনপি মনোনীত প্রার্থী তাইজুল ইসলাম পেয়েছেন ১৩১২।

ভোট প্রয়োগ এর হার ৭৮%।

সাধারণ কাউন্সিলর পদে ৮ নম্বর ওয়ার্ড থেকে বাবুল হোসেন বাবু নামে একমাত্র বিএনপি সমর্থিত কাউন্সিলর নির্বাচিত হয়েছেন।

সকাল থেকেই সুষ্ঠু ও সুশৃঙ্খল পরিবেশে ভোট চললেও দুপুর একটার দিকে নানা অভিযোগ তুলে বিএনপি মনোনিত ধানের শীষ প্রতীকের প্রার্থী তাইজুল ইসলাম নির্বাচন বর্জনের ঘোষণা দেন।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …