রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / সিংড়া পৌর মেয়রের সমর্থনে ৩০ টি শ্রমিক সংগঠনের সমাবেশ

সিংড়া পৌর মেয়রের সমর্থনে ৩০ টি শ্রমিক সংগঠনের সমাবেশ

নিজস্ব প্রতিবেদক:
নাটোরের সিংড়ায় তৃনমৃল আওয়ামী লীগ মনোনিত পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জান্নাতুৃল ফেরদৌস এর সমর্থনে ৩০ টি শ্রমিক সংগঠন সমাবেশ এবং দোয়া মাহফিলের আয়োজন করে।

শুক্রবার সন্ধ্যায় সিংড়া বাসস্ট্যান্ডে এ সমাবেশ এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সিংড়া মালিক শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি জাহাঙ্গীর আলম এর সভাপতিত্বে সভায় বিভিন্ন শ্রমিক সংগঠনের বক্তারা পৌর মেয়রের সমর্থনে বক্তব্য রাখেন।

সমাবেশে বক্তারা, আগামী পৌর নির্বাচনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে মানবিক মেয়র, কর্মী ও শ্রমিক বান্ধব মেয়র হিসেবে জান্নাতুৃল ফেরদৌস কে পুনরায় মনোনয়ন দেয়ার অনুরোধ জানান। সভায় উপজেলা, পৌর আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …