নিজস্ব প্রতিবেদক, সিংড়া:
নাটোরের সিংড়া পৌরসভার নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে অংশ নিতে চান পৌর যুবদলের আহ্বায়ক ও নাটোর জজ কোর্টের আইনজীবি নাজমুল হক। নির্বাচন সামনে রেখে ইতোমধ্যে তিনি এলাকায় প্রচারণা শুরু করেছেন। দিচ্ছেন উন্নয়নের নানা প্রতিশ্রুতিও।
এড. নাজমুল হক বলেন, ছাত্রজীবন থেকে তিনি বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। দলের প্রয়োজনে সবসময় পাশে থেকেছেন। কখনও পিছু হটেননি।
তিনি আরও বলেন, জিয়াউর রহমানকে আদর্শ ধারণ করেই বিএনপির রাজনীতি করছি। রাজনীতির পাশাপাশি নিজ এলাকার মানুষের যে কোনো প্রয়োজনে ছুটে গিয়েছি। সব সময় চেষ্টা করেছি তাদের পাশে থাকার। তবে এসব কাজ কোনো উদ্দেশ্য নিয়ে নয়, বরং নিজের দায়িত্ববোধ থেকে করেছি। জনগণের চাওয়া অনুযায়ী ধানের শীষ প্রতীক নিয়ে আগামী নির্বাচনে অংশ নিতে চাই। আমি শতভাগ আশাবাদী, মনোনয়ন পেলে বিপুল ভোটে বিজয়ী হব। আমি বিজয়ী হলে সিংড়া হবে বাংলাদেশের মধ্যে সবচেয়ে আধুনিক পৌরসভা।
আরও দেখুন
বাড়ির উঠানে ৪ কেজি ওজনের গাঁজারগাছ-গ্রেপ্তার ১
নিজস্ব প্রতিবেদক সিংড়া,,,,,,,,,,,,নাটোরের সিংড়া পৌরসভার বালুয়াবাসুয়া মোল্লা পাড়া এলাকায় ১০ফুট উচ্চতার একটি গাঁজার গাছ উদ্ধার …