মঙ্গলবার , জানুয়ারি ১৪ ২০২৫
নীড় পাতা / জেলা জুড়ে / সিংড়া পৌর নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেতে কামরানের প্রচারণা

সিংড়া পৌর নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেতে কামরানের প্রচারণা

নিজস্ব প্রতিবেদক, সিংড়া:
নাটোরের সিংড়া পৌরসভা নির্বাচনকে সামনে রেখে মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন পেতে প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কামরুল হাসান কামরান। দুইশত ভ্যানগাড়ি নিয়ে বুধবার বিকালে কামরান শহরের গুরুত্বপূর্ণ সড়কে প্রচারণা চালান।

এ সময় ঢাক-ঢোল পিটিয়ে কামরানের পক্ষে তার কর্মী-সমর্থকরা স্লোগান দিতে দেখা যায়। এছাড়া পৌর এলাকার বিভিন্ন শ্রেণিপেশার ৯০ ক্যাটাগরির ৯’শত গুরুত্বপূর্ণ ব্যক্তির মোবাইল নম্বর সংবলিত একটি বইও বিতরণ করেন কামরান।

প্রচারণায় উপস্থিত ছিলেন সিংড়া পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি শাহজাহান আলী, যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মুঞ্জুর শাহ আলম সাগর, থানা ছাত্রলীগের সাবেক সভাপতি আমিরুল ইসলাম, সাবেক সহ-সভাপতি তাজুল ইসলাম রিপন প্রমুখ।

কামরুল হাসান কামরান বলেন, তিনি পৌর মেয়র নির্বাচিত হয়ে সাধারণ মানুষের সেবা করার পাশাপাশি ব্যতিক্রম কিছু উপহার দিতে চান। সবসময় জনগণের পাশে ছিলেন ভবিষ্যতেও থাকার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

আরও দেখুন

তারুণ্যের উৎসবে লোকনাট্য সমারোহে জনপ্রিয় লোকনাট্য আলকাপ গান মঞ্চস্থ॥ শিল্পীদের দূর্দশা কাটেনি

নিজস্ব প্রতিবেদক,,,,,,,,,,,,,,,‘আলকাপ’ মূলতঃ অবিভক্ত বঙ্গদেশের লোকসংগীত। অবিভক্ত মুর্শিদাবাদ অঞ্চলের মুসলমান সম্প্রদায়ের নিজস্ব এ লোকসংগীতের চর্চা …