রবিবার , অক্টোবর ৬ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / সিংড়া পৌর নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন

সিংড়া পৌর নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন


নিজস্ব প্রতিবেদক:
নাটোরের সিংড়া পৌরসভায় নির্বাচনী প্রস্তুতি সম্পন্ন হয়েছে। শুক্রবার বিকেল তিনটার দিকে উপজেলা নির্বাচন অফিস থেকে প্রয়োজনীয় সরঞ্জামাদি ভোটগ্রহণ কর্মকর্তাদের হাতে তুলে দেয়া হয়েছে।

উল্লেখ্য আগামীকাল ৩০ জানুয়ারি সকাল ৮টা থেকে বিরতিহীন ভাবে বিকেল চারটা পর্যন্ত ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ করা হবে।

১২ টি ওয়ার্ডের ১২ টি ভোট কেন্দ্রে ৮০ টি ভোট কক্ষে ভোট গ্ৰহণ করা হবে। ১৩১২৫ জন পুরুষ এবং ১৩৬৩২ জন নারী ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন বলে জানিয়েছেন সহকারী রিটার্নিং অফিসার সাইফুল ইসলাম।

১২ টি কেন্দ্রের মধ্যে চারটি কেন্দ্রকে গুরুত্বপূর্ণ ঘোষণা করেছে উপজেলা নির্বাচন অফিস। এই নির্বাচনকে সুষ্ঠু, সুশৃংখল এবং নিরপেক্ষ করতে প্রত্যেক কেন্দ্রে ৫ জন পুলিশ, ৯ জন আনসার সদস্য এবং একজন ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়েছে। এছাড়াও দুই প্লাটুন বিজিবি এবং র‌্যাব সদস্য স্ট্রাইকিং ফোর্স হিসেবে মোতায়েন করা হয়েছে।

নির্বাচনে আওয়ামী লীগ ও বিএনপি থেকে দুইজন মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন অপরদিকে ১২ টি ওয়ার্ডের জন্য ৫৭ জন সাধারণ কাউন্সিলর এবং ২৩জন নারী সংরক্ষিত আসনের কাউন্সিলর পদে লড়াই করছেন।

আরও দেখুন

রাসিকের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে স্থানীয় সরকার বিভাগকর্তৃক গঠিত কমিটির ১ম সভা অনুষ্ঠিত

 নিজস্ব প্রতিবেদক: প্রেস বিজ্ঞপ্তি, ৬ অক্টোবর ২০২৪রাজশাহী সিটি কর্পোরেশনের সার্বিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে স্থানীয় …