শনিবার , ডিসেম্বর ২৮ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / সিংড়া পৌর আ’লীগের সম্মেলন ১লা অক্টোবর, কুশল বিনিময় পদপ্রত্যাশীর

সিংড়া পৌর আ’লীগের সম্মেলন ১লা অক্টোবর, কুশল বিনিময় পদপ্রত্যাশীর


নিজস্ব প্রতিবেদক, সিংড়া:
নাটোরের সিংড়া পৌর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন আগামী ১লা অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে। দীর্ঘ ৯ বছর পরে সম্মেলনকে কেন্দ্র করে উৎসবের আমেজ বইছে পৌর ও ওয়ার্ড নেতৃবৃন্দের মাঝে। সভাপতি ও সাধারণ সম্পাদক পদপ্রত্যাশীরা দলীয় নেতাকর্মী ও সাধারণ জনগণের সাথে কুশল বিনিময়ে ব্যস্ত সময় পার করছেন। তারই ধারাবাহিকতায় মঙ্গলবার পৌরসভার ৪নং ওয়ার্ডসহ বিভিন্ন এলাকায় নেতাকর্মীদের সাথে কুশল বিনিময় করেছেন পৌর আ’লীগের সাধারণ সম্পাদক পদপ্রত্যাশী সাজ্জাদ হোসেন। তিনি বর্তমানে ৫নং ওয়ার্ড কমিটির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি সিংড়া উপজেলা দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন। 

জেলা পরিষদের সাবেক এই সদস্যের কুশল বিনিময়কালে উপস্থিত ছিলেন, উপজেলা আ’লীগের সহ-সভাপতি আঃ ওয়াদুদ মোল্লা, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক নুরুল ইসলাম বুলবুল, পৌর আ’লীগের যুগ্ম সম্পাদক শফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ও কাউন্সিলর মেহেদি হাসান মিলন, দপ্তর সম্পাদক তহিদুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি হাসান ইমাম, শ্রমিকলীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম স্বপন প্রমুখ।

আরও দেখুন

বড়াইগ্রামে জামায়াতের ব্যাবসায়ী সমাবেশ

নিজস্ব প্রতিবেদক বড়াইগ্রাম,,,,,,,,,,,,,,,,,,,,,,, নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া উপজেলা মডেল মসজিদ হল রুমে শুক্রবার বাদ জুম্মা জামায়াতে …