নিজস্ব প্রতিবেদক, সিংড়া:
নাটোরের সিংড়া পৌর আ’লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে সভাপতি নির্বাচিত হয়েছেন ডালিম আহমেদ ডন ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সাজ্জাদ হোসেন। এছাড়া সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন কামরুজ্জামান বাবু ও হান্নান আহমেদ হাসান। শনিবার (১লা অক্টোবর) বিকেল ৪টায় উপজেলা কোর্টমাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। ২য় অধিবেশন সন্ধ্যা সাড়ে ৭টায় কমিটি ঘোষণা করা হয়।
সিংড়া পৌর আ’লীগের সদ্য বিদায়ী সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম শফিকের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী এড. জুনাইদ আহমেদ পলক এমপি। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন সিংড়া উপজেলা আ’লীগের সভাপতি এড. ওহিদুর রহমান শেখ, প্রধান বক্তার বক্তব্য দেন উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মো. জান্নাতুল ফেরদৌস।
এছাড়াও উপস্থিত ছিলেন, উপজেলা আ’লীগের সহ-সভাপতি আরিফা জেসমিন কণিকা, জাহেদুল ইসলাম ভোলা, যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম, লুৎফুল হাবিব রুবেল, মাওলানা রুহুল আমিন প্রমুখ।
আরও দেখুন
বাগাতিপাড়ায় আগুনে পোড়া তিন পরিবার পেল সহায়তা
নিজস্ব প্রতিবেদক বাগাতিপাড়া,,,,,,,,,,,,,নাটোরের বাগাতিপাড়ায় আগুনে পুড়ে যাওয়া ৩টি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে …