সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / শিরোনাম / সিংড়া পৌরসভার ৬৫ কোটি টাকার বাজেট ঘোষণা

সিংড়া পৌরসভার ৬৫ কোটি টাকার বাজেট ঘোষণা

নিজস্ব প্রতিবেদক:

সিংড়া (নাটোর)
নাটোরের সিংড়া পৌরসভার ২০২৪-২৫ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। বুধবার বেলা ১১টায় পৌর কনফারেন্স রুমে এ বাজেট ঘোষণা করা হয়। বাজেট অধিবেশনে সভাপতিত্ব করেন পৌরসভার মেয়র মো. জান্নাতুল ফেরদৌস।

মোট ৬৫ কোটি ৯৩ হাজার ৩৩৯ টাকা ২০ পয়সা বাজেট ঘোষণা করা হয়। বাজেটে মোট ব্যয় ধরা হয়েছে ৬৩ কোটি ৬৪ লাখ ১১ হাজার ৫০০ টাকা এবং সমাপনী স্থিতি রাখা হয়েছে ১ কোটি ৩৬ লাখ ৮১ হাজার ৮৩৯ টাকা ২০ পয়সা।

বাজেট অধিবেশনে বক্তব্য দেন পৌর নির্বাহী কর্মকর্তা মো. আবদুল মতিন, উপজেলা আ.লীগের সভাপতি অ্যাডভোকেট ওহিদুর রহমান শেখ, রাজশাহী কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর ড. আশরাফুল ইসলাম, গোল-ই-আফরোজ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ আতিকুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শামীমা হক রোজি, প্যানেল মেয়র সঞ্জয় কুমার সাহা, সিংড়া প্রেসক্লাবের সভাপতি মো. এমরান আলী রানা, উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাইফুল ইসলাম প্রমুখ।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …