রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / সিংড়া পৌরসভার হাল ধরতে চান মুক্তিযোদ্ধা কমান্ডার দুদু

সিংড়া পৌরসভার হাল ধরতে চান মুক্তিযোদ্ধা কমান্ডার দুদু

নিজস্ব প্রতিবেদক, সিংড়া:
নাটোরের সিংড়া পৌরসভার হাল ধরতে চান উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার ও উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আব্দুল ওদুদ দুদু।

আসন্ন সিংড়া পৌরসভা নির্বাচনে মেয়র পদে নৌকা প্রতিকের মনোনয়ন পেতে ইতিমধ্যেই তিনি গণসংযোগ শুরু করেছেন। পৌরসভার প্রতিটি ওয়ার্ড, হাট-বাজার, মোড়ে মোড়ে তিনি জনগণের সাথে কুশল বিনিময় করছেন।

১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে দেশ ও জাতিকে স্বাধীনতা এনে দিয়েছেন এই মুক্তিযোদ্ধা। বর্তমানে তিনি সিংড়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করছে। ১৯৭২ সালে তিনি উপজেলা ছাত্রলীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। শিক্ষাজীবনে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে এমএসসি করেন। কর্মজীবনে তিনি পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম হিসেবে দেশের বিভিন্ন অঞ্চলে সুনামের সাথে চাকুরি করেন। ২০১২ সালে কর্মজীবন থেকে অবসর নেন তিনি।

তিনি বলেন, জননেত্রী শেখ হাসিনা আমাকে মনোনয়ন দিলে সিংড়া পৌরসভাকে দূর্নীতিমুক্ত ও শিক্ষাবান্ধব পৌরসভা হিসেবে গড়ে তুলবো। জনগণের সেবায় সবসময় নিয়োজিত থাকবো। আমি আশাবাদী নৌকা প্রতীকের মনোনয়ন আমিই পাবো।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …