নিজস্ব প্রতিবেদক, সিংড়া:
৩০ জানুয়ারি অনুষ্ঠিতব্য নাটোরের সিংড়া পৌরসভার নির্বাচনে সর্বকনিষ্ঠ কাউন্সিলর নির্বাচিত হয়েছেন ৯নং ওয়ার্ডের তরিকুল ইসলাম তপন। ৩১ বছর বয়সে উটপাখি প্রতীক নিয়ে এই ওয়ার্ডে প্রতিদ্বন্দ্বিতা করেন তিনি। এ কাউন্সিলর এলাকার উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।
এ নির্বাচনে উটপাখি প্রতীক নিয়ে ৮৯১ ভোট পেয়ে সর্বকনিষ্ঠ কাউন্সিলর নির্বাচিত হন তপন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ও সদ্য সাবেক কাউন্সিলর টেবিল ল্যাম্প প্রতীক নিয়ে ৬৯৬ ভোট পান আব্দুল জলিল প্রামাণিক।
তরুণ, ব্যবসায়ী কাউন্সিলর তরিকুল ইসলাম তপন চকসিংড়া গ্রামের মৃত পাঁচু শাহ্ এর সর্বকনিষ্ঠ সন্তান এবং ৯নং ওয়ার্ড আওয়ামী যুবলীগের সভাপতি।
কাউন্সিলর তপন ওয়ার্ডের সকল ভোটারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সবসময় পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
আরও দেখুন
বাগাতিপাড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১
নিজস্ব প্রতিবেদক বাগাতিপাড়া…………..নাটোরের বাগাতিপাড়ায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ইসমাইল হোসেন (৫৫) নিহত হয়েছে। আজ ৬ …