মঙ্গলবার , নভেম্বর ৫ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / সিংড়া পৌরসভার নাগরিক সেবা বেড়েছে

সিংড়া পৌরসভার নাগরিক সেবা বেড়েছে

সিংড়া থেকে রাজু আহম্মেদঃ সিংড়া পৌরসভার নাগরিক সেবা বেড়েছে, প্রতিটা ওয়ার্ডে সোলার স্ট্রিট লাইট স্থাপন চলমান নাটোরের সিংড়া পৌরসভার নাগরিক সেবা বেড়েছে। পৌরসভার প্রত্যকটি ওয়ার্ডে শতভাগ নাগরিক সেবা পৌছানোর লক্ষে কাজ করে যাচ্ছেন সিংড়া পৌরসভার মেয়র জান্নাতুল ফেরদৌস। তিনি প্রত্যকটি ওয়ার্ডে সোলার, ড্রেনেজ, রাস্তাঘাট, ব্রীজসহ অবকাঠামো উন্নয়নে কাজ করে যাচ্ছেন। কয়েকটি ওয়ার্ডে ঘুরে নাগরিকরা জানান, একসময়ে পৌরসভায় নাগরিক সেবা বলতে কিছু ছিলো না। নাগরিকরা তাদের এলাকার সমস্যার কথা বলতে গিয়ে মেয়রকে পাননি। পৌর এলাকার বেশিরভাগ ওয়ার্ড অবহেলিত ছিলো, অন্ধকারে নিমজ্জিত ছিলো, রাস্তাঘাটের বেহাল অবস্থা ছিলো। কোনো কোনো ওয়ার্ডে ঢুকতে কাঁদা পানি খুঁচে যেতে হতো। এখন আর সেসব সমস্যা নাই। খোঁজ নিয়ে জানা গেছে, পৌরসভার সেবা বাড়লেও নিয়মিত বেতন পাচ্ছেন না কর্মচারীরা। তারপরেও বর্তমান মেয়রের সদিচ্ছা এবং তদারকির কারণে পৌরসভার নাগরিকদের সেবার মান বেড়েছে। প্রত্যকটি ওয়ার্ডে ড্রেনেজ ব্যবস্থা চালু হয়েছে। রাস্তা ঘাট হয়েছে, আলোকিত হয়েছে প্রতিটা মহল্লা। মানুষ নির্বিঘ্নে চলাচল করতে পারছে। সিংড়া পৌরসভার মেয়র জান্নাতুল ফেরদৌস বলেন, পৌরসভার প্রত্যকটি নাগরিক আমার পরিবারের সদস্য, তাদের পাশে আছি, থাকবো। আমার পরিবারের যে টুকু সময় দেই তার চেয়ে বেশি সময় দেই পৌর নাগরিকদের। প্রতিদিন নাগরিকদের সমস্যা শুনে সমাধানের চেষ্টা করছি। শুক্রবার ও অফিস করতে হয়, কারন জনগনের পাশে থেকে তাদের সেবা করতে চাই। আমার ও ভুল হতে পারে, ভুল শুধরে মানুষের জন্য কাজ করে যাবো। তিনি আরো বলেন, সিংড়ার অভিভাবক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক সিংড়া কে উন্নয়ন, নিরাপদ, শান্তির সিংড়া গড়তে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। ১০ বছর আগের সিংড়া আর বর্তমান সিংড়া উপলব্ধি করলে আমরা তার কর্মে কৃতজ্ঞ থাকবো।

আরও দেখুন

সিংড়ায় যৌথবাহিনীর ব্যাপক তল্লাশি

নিজস্ব প্রতিবেদক,,,,,,, সিংড়া বাসস্ট্যান্ড এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালায় যৌথবাহিনী। এসময় তাদের মোটরসাইকেল, প্রাইভেটকার, কাভার্ড …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *