রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / সিংড়া পৌরসভার উন্মুক্ত বাজেট ঘোষণা

সিংড়া পৌরসভার উন্মুক্ত বাজেট ঘোষণা

নিজস্ব প্রতিবেদক, সিংড়া:
নাটোরের সিংড়া পৌরসভার ২০২২-২৩ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। বুধবার (১৫ জুন) বেলা ১১ টায় পৌর কনফারেন্স রুমে পৌর মেয়র আলহাজ্ব জান্নাতুল ফেরদৌস এর সভাপতিত্বে ৩৮ কোটি ৯৬ লক্ষ ১৪ হাজার ৪২ টাকা এক পয়সার উন্মুক্ত বাজেট ঘোষণা করেন পৌর নির্বাহী কর্মকর্তা আব্দুল মতিন।

বাজেটে রাজস্ব আয় ধরা হয়েছে ৫ কোটি ৫২ লক্ষ ৯ হাজার ও ব্যয় ৪ কোটি ৬৬ লক্ষ ৬৬ হাজার ৫০০ টাকা।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট শেখ ওহিদুর রহমান, রাজশাহী কলেজের সাবেক অধ্যক্ষ ড. আশরাফুল ইসলাম, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা হক রোজী, পৌরসভার প্যানেল মেয়র সঞ্জয় কুমার সাহা, কাউন্সিলর জালাল উদ্দিন, তরিকুল ইসলাম তপন, মেহেদি হাসান মিলন, জাহাঙ্গীর আলম, বাবুল হোসেন বাবু, সোহাগ উদ্দিন, সংরক্ষিত আসনের মহিলা কাউন্সিলরসহ সাংবাদিক, সুশীল সমাজ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ।

আরও দেখুন

লালপুরে কুরেছান বেগমের ইন্তেকাল 

নিজস্ব প্রতিবেদক লালপুর,,,,,,,,,,,,,,দৈনিক যুগান্তর পত্রিকার নাটোরের লালপুর প্রতিনিধি ও মডেল প্রেসক্লাবের উপদেষ্টা কমিটির সদস্য সাহীন …