রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / ই-লার্নিং / সিংড়া পৌরসভাকে ডিজিটাল করার লক্ষ্যে মতবিনিময় ও প্রশিক্ষণ

সিংড়া পৌরসভাকে ডিজিটাল করার লক্ষ্যে মতবিনিময় ও প্রশিক্ষণ

নিজস্ব প্রতিবেদক, সিংড়াঃ
ডিজিটাল বাংলাদেশের জন্য ই-গভর্নমেন্ট মাস্টার প্লান শীর্ষক প্রকল্পের মাধ্যমে সিংড়া পৌরসভার সেবাকে ডিজিটালাইজ ও বাস্তবায়নের লক্ষ্যে নাটোরের সিংড়ায় প্রকল্প সরেজমিনে পরিদর্শন, মতবিনিময় ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০ টায় সিংড়া পৌরসভার কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়। 

সিংড়া পৌরসভার মেয়র আলহাজ্ব মো: জান্নাতুল ফেরদৌস এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, প্রকল্প পরিচালক মো: মনির হোসেন। আরো বক্তব্য রাখেন, উপ- প্রকল্প পরিচালক জফুরুল আলম, সিংড়া পৌরসভার প্যানেল মেয়র শফিকুল ইসলাম, সচিব আলহাজ্ব আব্দুল মতিন প্রমূখ। 

উল্লেখ্য, ১ টি সিটি কর্পোরেশন ও  ৯ টি পৌরসভায় এ প্রকল্প পাইলট প্রজেক্ট হিসেবে কাজ চলমান রয়েছে। এতে নাগরিকরা অনলাইনে ঘরে বসে প্রয়োজনীয় সেবা পাবেন।

বক্তারা ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষে অক্লান্ত পরিশ্রমী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা , তাঁর সুযোগ্য সন্তান সজিব ওয়াজেদ জয় এবং প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপির সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন।

আরও দেখুন

নন্দীগ্রামে অবৈধভাবে পুকুর খনন করার অপরাধে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা 

নিজস্ব প্রতিবেদক নন্দীগ্রাম,,,,,,,,,,,,, বগুড়ার নন্দীগ্রামে অবৈধভাবে পুকুর খনন করার অপরাধে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা …