নিজস্ব প্রতিবেদক, সিংড়া:
নাটোরের সিংড়া উপজেলার চামারী ইউপির ২০২১-২২ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। (২৯ মে)শনিবার সকাল ১১টার দিকে চামারী ইউপির হলরুমে ১ কোটি ৩১ লাখ ৫৩ হাজার ৭৪৪ টাকা বাজেট ঘোষণ করেন। এ বাজেট ঘোষণ করেন চেয়ারম্যান মো রশিদুল ইসলাম মৃধা।
এসময় উপস্থিত ছিলেন নাটোর জেলা জজকোর্টের জিপি আসাদুল ইসলাম, চামারী ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি হাবিবুর রহমান স্বপন, চেয়ারম্যান প্রার্থী রবিউল করিম রবি, ইউপি সদস্য আঃ জব্বার, আব্দুল মালেক, রমজান আলী নিরব, আরিফুল ইসলাম, হাবিবুর রহমান, ফারুক আহমেদ মহিলা ইউপি সদস্য শামীমা বেগম, ফরিদা খাতুন, সুফিয়া বোগমসহ স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ নেতাকর্মী ও গণ্যমান্য ব্যাক্তি বর্গ উপস্থিত ছিলেন। বাজেট অনুষ্ঠান পরিচালনা করেন ইউপি সচিব বাবর আলী।
ইউপি চেয়ারম্যান রশিদুল ইসলাম মৃধা বলেন, এবাজেটে শিক্ষা,স্বাস্থ্য, যোগাযোগ, নারী ও প্রতিবন্ধী, কৃষি উন্নয়নসহ নানা বিষয়কে বেশী গুরুত্ব দেওয়া হয়েছে। বাজেটে ব্যয় ১ কোটি ২৯ লাখ ৩০ হাজার ৮৭২টাকা, উদ্বৃত্ত ২ লাখ ২২ হাজার ৮৭২ টাকা।
আরও দেখুন
সিংড়ায় আগ্রহ বাড়ছে বস্তায় আদা চাষের
নিজস্ব প্রতিবেদক সিংড়ায় ,,,,,,,,,,,কম খরচে বেশি আয়ের আশায় পতিত জমিতে আদা চাষ শুরু করেছেন নাটোরের …