নিজস্ব প্রতিবেদক সিংড়া,,,,,,,,,,,,,,,,,,,,,নাটোরের সিংড়া গোল-ই-আফরোজ সরকারি অনার্স কলেজসহ ৪টি কলেজে ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা করেছে জেলা ছাত্রদল।
মঙ্গলবার নাটোর জেলা ছাত্রদলের সভাপতি কামরুল ইসলাম ও সম্পাদক মারুফ ইসলাম সৃজন স্বাক্ষরিত প্যাডে কমিটিগুলোর অনুমোদন দেওয়া হয়।
সিংড়া গোল-ই আফরোজ সরকারি কলেজে ১৮ সদস্যের আংশিক কমিটিতে সভাপতি পদে মেহেদী হাসান লেমন, সাধারণ সম্পাদক পদে হাসানুল হক হাসান ও সাংগঠনিক সম্পাদক পদে নাইম ইসলামের নাম ঘোষণা করা হয়েছে।
এছাড়া বামিহাল রহমত ইকবাল অনার্স কলেজে মো. জাকারিয়া হাসানকে সভাপতি ও মোঃ আল আমিনকে সাধারণ সম্পাদক, বিলহালতি ত্রিমোহনী অনার্স কলেজে সভাপতি মোঃ শাকিল আলী, সাধারণ সম্পাদক মনির ইসলাম, কলম ডিগ্রী কলেজে সভাপতি মোঃ শাকিল হোসেন ও সাধারণ সম্পাদক পদে মুনছের আলীর নাম ঘোষণা করা হয়।
‘অপারেশন ডেভিল হান্ট’ সিংড়ায় আওয়ামী লীগ নেতাসহ দুজন গ্রেপ্তার
সিংড়া (নাটোর) প্রতিনিধি
নাটোরের সিংড়ায় “অপারেশন ডেভিল হান্ট’ অভিযানে আওয়ামী লীগ নেতাসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার রাতে নিজ নিজ বাড়ি থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। আজ বুধবার দুপুরে তাদেরকে আদালতে পাঠানো হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার হাতিয়ান্দহ ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আবুল কালাম আজাদ ও হাতিয়ান্দহ ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার গোলাম মোস্তফা।
সিংড়া থানার ওসি আসমাউল হক গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে বলেন, ২০১৮ ও ২০২৩ সালে বিএনপি নেতাকর্মীদের উপর হামলা ও মারধরের ঘটনায় গত বছরের সেপ্টেম্বর মাসে দায়েরকৃত পৃথক দুটি মামলায় তাদেরকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।