বৃহস্পতিবার , ডিসেম্বর ২৬ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / সিংড়া একসময় সন্ত্রাস কবলিত উন্নয়ন বঞ্চিত ছিল- প্রতিমন্ত্রী পলক এমপি

সিংড়া একসময় সন্ত্রাস কবলিত উন্নয়ন বঞ্চিত ছিল- প্রতিমন্ত্রী পলক এমপি

নিজস্ব প্রতিবেদক:
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহম্দে পলক এমপি বলেছেন, “এক সময়ের উন্নয়ন বঞ্চিত , অন্ধকারাচ্ছন্ন ও সন্ত্রাস কবলিত সিংড়া এখন সারা বাংলাদেশ উন্নত , আধুনিক নিরাপদ সিংড়া হিসেবে পরিচিতি লাভ করেছে। বর্তমান প্রধান মন্ত্রীর তিনটি গুণ সততা, সাহসিকতা এবং দূরদর্শিতা এই তিনটি গুণের কারণে।

এর আগেও তো অনেক সরকার ছিল, অনেক সংসদ সদস্য ছিল তখন কেন সিংড়ার উন্নয়ন হয়নি। কারণ একটি দেশের বা এলাকার  নেতা যদি সৎ না হয় তাহলে কোন মতেই উন্নয়ন সম্ভব হয় না।

” তিনি আজ আজ রবিবার বেলা সাড়ে ১১ টার দিকে সিংড়া উপজেলা পরিষদ মিলনায়তনে টিআর কর্মসুচির আওতায় ৫৭ টি ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে ৩৩ লাখ টাকার ডিও বিতরণকালে এসব কথা বলেন। উপজেলা প্রশাসনের আয়োজনে সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এম সামিরুল ইসলামের সভাপতিত্বে এই ডিও বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিংড়া পৌরসভার মেয়র জান্নাতুল ফেরদৌস,উপজেলা আওয়ামী লীগ সভাপতি শেখ ওহিদুর রহমান সহ কর্মকর্তাবৃন্দ। পরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয়ের অর্থায়নে উপজেলার ৫৭ টি ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে ৩৩ লাখ টাকার ডিও বিতরণ করা হয়।

আরও দেখুন

সিংড়ায় আগ্রহ বাড়ছে বস্তায় আদা চাষের

নিজস্ব প্রতিবেদক সিংড়ায় ,,,,,,,,,,,কম খরচে বেশি আয়ের আশায় পতিত জমিতে আদা চাষ শুরু করেছেন নাটোরের …