শনিবার , এপ্রিল ২০ ২০২৪
নীড় পাতা / আইন-আদালত / সিংড়া অভিযান চালিয়ে সুঁতি ও বাদাই জাল উচ্ছেদ

সিংড়া অভিযান চালিয়ে সুঁতি ও বাদাই জাল উচ্ছেদ


নিজস্ব প্রতিবেদক:
নাটোরের সিংড়া উপজেলার সোনাডাঙ্গা নদী ও বিলের অভিমুখে পানি প্রবাহ বাধা সৃস্টি করে অবৈধ ভাবে স্থাপন করা সুঁতিজাল উচ্ছেদ করেছে উপজেলা সিনিয়র মৎস্য অফিসার শাহাদাত হোসেন। (৩১ জুলাই) রবিবার সকাল থেকে সিংড়া উপজেলা নির্বাহী অফিসার এমএম সামিরুল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে লালোর ইউপির নদী, খাল ও বিলে অবৈধ সুঁতিজাল,বাদাই জাল উচ্ছেদ ও বিনষ্ট করে দেন।

উপজেলা সিনিয়র মৎস্য অফিসার শাহাদাত হোসেন জানান, বর্ষার পানি আসার পর থেকেই কিছু অসাধু ও প্রভাবশালীরা বিল এবং নদীর পানি প্রবাহ কৃত্রিম ভাবে বাধাগ্রস্থ করে সুঁতিজাল স্থাপন করে মা এবং ডিমওয়ালা মাছ শিকার করছে তারা। এতে করে মাছের বংশবিস্তার নস্ট হচ্ছে। আমরা নিয়মিত অভিযান চালানোর পরও প্রভাবশালীরা অবৈধ ভাবে সুঁতিজাল স্থাপন করছে। অভিযানের পরও বন্ধ না হলে আমরা আইনগত ব্যবস্থা গ্রহন করবো।

আরও দেখুন

২৪ ঘন্টা পেরিয়ে গেলেও এখন পর্যন্ত পরিচয় পাওয়া যায়নি ট্রেনের ইঞ্জিনের হুকে ঝুলে ছিল নারীর মরদেহ

নিজস্ব প্রতিবেদক,হিলি :দিনাজপুরের হিলি রেলস্টেশনে পঞ্চগড় থেকে ছেড়ে আসা ঢাকাগামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনের সামনে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *